Connect with us
ক্রিকেট

সাকিবের চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা কতটুকু, জানালেন ফারুক

shakib al hasan and bcb president
সাকিব আল হাসান ও ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। ইচ্ছে ছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাককে বিদায় বলবেন। কিন্তু পূরণ হয়নি সেই স্বপ্ন। এরপর আফগানিস্তান সিরিজেও ছিলেন না দলের সঙ্গে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরার গুঞ্জন থাকলেও সত্য হচ্ছে না সেটা। এবার আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতেও সাকিবকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

রোববার (১ ডিসেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা।

এসময় সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘দেখুন, সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনারা বারবার আমাকে এই বিষয়ে প্রশ্ন করলেও আমি বিব্রত হব না। কারণ আমিও চাই সাকিব খেলুক। কিন্তু বর্তমানে ওর সঙ্গে যে সকল বিষয় জড়িয়ে আছে, সেগুলোতে বিসিবির কোনো হাত নেই। ও যে সব কারণে দেশে আসতে পারছে না, ক্রিকেট খেলতে পারছে না। এসবের উত্তর আমার কাছে নেই। সাকিবের বিষয়টি পুরোপুরি সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করছে। বিসিবির এখানে কোনো হাত নেই।’

আরও পড়ুন :

» ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন তামিম ইকবাল

» জ্যোতিদের আবদারে এবার অনুষ্ঠিত হবে নারী বিপিএল?

সাকিব চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘আমরা এখনও পর্যন্ত আশা করি সাকিব চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন। সে আমাদের স্কোয়াড লিস্টেও আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিব এখনও জাতীয় দলকে সার্ভিস দেওয়ার যোগ্যতা রাখে। তবে তার সমস্যাগুলো যদি সেভাবে দ্রুত সমাধান হয়ে যায় তাহলে সে দ্রুত জাতীয় দলে ক্যামব্যাক করবে বলে আশা রাখছি।’

কোনো একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা এবং জাতীয় দলের খেলার বিষয় একই বিষয় না বলেও মন্তব্য করেন ফারুক আহমেদ।

এসময় তিনি বলেন, ‘দেখুন কোনো একটা ফ্রাঞ্চাইজি লিগে একটা দলের হয়ে একজন খেলোয়াড় যেভাবে খেলতে পারে, তার থেকে জাতীয় দলের হয়ে খেলার বিষয়টা সম্পূর্ণ আলাদা। জাতীয় দলের হয়ে খেলতে একজন খেলোয়াড়ের মানসিক দৃঢ়তা খুবই প্রয়োজন। আর আমি মনে করি সাকিব বর্তমানে জাতীয় দলের হয়ে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়।’

সম্প্রতি দেশের জার্সিতে খেলতে সাকিব আল হাসান বিসিবিকে তিনটি শর্ত জুড়ে দেন। দেশে খেলার স্বাধীনতা, সকল ব্যাংক একাউন্ট উন্মুক্ত এবং দেশ-বিদেশে চলাচলের নিশ্চয়তা—এই তিন শর্তপূরণ চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব। তবে সাকিবের দেওয়া এই শর্তপূরণে নিজেদের অপারগতা প্রকাশ করেছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এসআর/এসএ/

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট