বিশ্ব ক্রিকেটে বিশাল আধিপত্যের জায়গা দখল করেছে ভারত। গত কয়েক বছর ধরে ক্রিকেট সাম্রাজ্যকে শাসন করছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের এই ক্রিকেট আধিপত্যের পেছনে ছিলেন এক কারিগর। যার কাছে চিরঋণী থাকবে ভারতের ক্রিকেট জগত।
ভারতের সত্যিকারের স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন রতন টাটা। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান তিনি। ৮৬ বছর বয়সের এই মানুষটা ভারতের জনপ্রিয় শিল্পপতিদের মধ্যে অন্যতম ছিলেন। তার মৃত্যুতে ভারতবাসীর মতো শোকে বিহ্বল ভারতের ক্রিকেটাঙ্গনও। কারণ তার নেপথ্য ভূমিকায় প্রসিদ্ধ হয়ে উঠেছিল ভারতের তৃণমূলের ক্রিকেট। যার সুফল ভোগ করছে বিসিসিআই।
যদি নামের তালিকা করা হয় তাহলে- ফারুখ ইঞ্জিনিয়ার, মহিন্দর অমরনাথ, সঞ্জয় মঞ্জরেকার, রবিন উথাপ্পা, ভিভিএস লক্ষ্মণ, জাগাল শ্রীনাথ, হরভজন সিং, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, শার্দুল ঠাকুর আজ সুপারস্টার। আর এরকম বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিল টাটা।
আরও পড়ুন:
» উইকেট পাওয়ার লক্ষ্যে নিয়মের বাইরে ডেলিভারি পরাগের
» আবুধাবী টি-টেন থেকে সুখবর পেলেন সাকিব
ক্রিকেটের পর কাজ না পাওয়া অনেককে তাদের ক্যারিয়ার গড়তেও অবদান রেখেছে টাটা। তাছাড়া টাটা গ্রুপ কয়েক দশক ধরেই ভারতের নানান ক্রিকেটে ইভেন্টের স্পনসরশিপ ছিল। সেই ১৯৯৬ সালে টাইটান কাপের শুভারম্ভ। সেই তৃণমূল থেকে আইপিএল। ভারতের ক্রিকেটের কোথায় নেই টাটা?
যদি আইপিএলের কথা বলি, তাহলে তো ভারতীয় ক্রিকেটের বিরাট এক বিনিয়োগকারী এই টাটা। ২০২০ সালে আইপিএলের টাইটেল স্পনসর প্রত্যাহার করে নিয়েছিল ভিভো। তখন ত্রাতার ভূমিকায় পাশে দাঁড়িয়েছিল টাটা। ২০২৪ সালের আইপিএল শুরুর আগে টাটা চার বছরের জন্য় ২৫০০ কোটি টাকার চুক্তি করেছে বিসিসিআই-এর সঙ্গে। যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৩ সালে উইমেনস প্রিমিয়ার লিগেরও স্পনসর টাটা। ২০২৭ সাল পর্যন্ত তারাই ডব্লিউপিএল স্পনসর করবে।
এদিকে রতন টাটার মৃত্যুর পর কিংবদন্তী শচীন টেন্ডুলকার তার এক্স হ্য়ান্ডেলে টাটার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘রতন টাটার জীবন এবং মৃত্যু দেশকে নাড়িয়ে দিয়েছে। আমি সৌভাগ্যবান ছিলাম, যে তার সঙ্গে সময় কাটাতে পেরেছি। কিন্তু লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, যারা তার সঙ্গে কখনও দেখা করেননি, আজ আমি যে দুঃখ অনুভব করছি, তাঁরাও সেই একই দুঃখ পেয়েছে।
ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ব্যথিত হয়েছে। তিনি লিখেছেন, ‘সোনার হৃদয়ের মানুষ ছিলেন। স্য়ার আপনাকে আজীবন স্মরণ করা হবে ঠিক সেই মানুষ হিসেবে যিনি আজীবন সকলের মানুষ ভালো থেকে আরও ভালো করেছেন।’
এভাবে শুধু শচীন কিংবা রোহিতই না, ভারতীয় ক্রিকেট দলের বহু সাবেক ও বর্তমান ক্রিকেটার শোকবার্তা শেয়ার করেছেন। শেয়ার না করে আসলে থাকাও সম্ভব না। কারণে টাটার হাত ধরেই বেড়ে উঠেছে ভারতের ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/এজে