Connect with us
ক্রিকেট

কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সি?

Bangladesh new jersey for champions trophy
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সি। ছবি- বিসিবির ভিডিও থেকে

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র তিনদিন। বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে প্রকাশ্যে আসবে বাংলাদেশের নতুন জার্সি। এবার সেই অপেক্ষার অবসান ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি। উন্মোচন করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে টাইগারদের নতুন জার্সি।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার কিছু সময় আগে এক ভিডিওর মাধ্যমে বাংলাদেশের নতুন জার্সি সামনে নিয়ে এসেছে বিসিবি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ১ মিনিট ১২ সেকেন্ডের সেই ভিডিওতে একে একে সকল ক্রিকেটারকে নতুন জার্সিতে প্রকাশ করা হয়েছে।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ যা করতে যাচ্ছে পাকিস্তান বিমানবাহিনী

» নিজেকে প্রস্তুত রাখতে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন লিটন


বরাবরের মতো জার্সিতে আধিপত্য পেয়েছে লাল-সবুজ রং। জার্সির নিচের দিকে সোনালী রঙে বাঘের ছাপ রয়েছে। ভিডিও প্রকাশের পর থেকেই পোষ্টের কমেন্ট বক্সে বেশ ইতিবাচক সারাই দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীরা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নতুন জার্সি পড়ে মাঠ মাতাতে চাইবে টাইগাররা।

Bangladesh new Jersey of Champions trophy 2025

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের শিরোপা মিশন। বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও থাকছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট