ক্রিকেটে অনেকে সময় দেখা যায় স্পিনারদের বিরুদ্ধে হেলমেট ছাড়াই খেলছেন ব্যাটাররা। কারণ অনেকেই হেলমেট পরে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে হেলমেট পরে ছেলেদের চেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হয় মেয়েদের। তাদের চুল বড় হওয়ায় হেলমেট পরে খেলতে গিয়ে অনেক চ্যালেঞ্জর সম্মুখীন হতে হয়। এবার হেলমেট পরে খেলার চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
হোম অব ক্রিকেট নামে বিসিবির নিয়মিত পডকাস্টে এবার আমন্ত্রণ পেয়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এই পডকাস্টে হোস্টের ভূমিকায় আছেন জ্যোতি। সেখানে একে-অপরকে ক্রিকেট ও ফুটবলের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন তারা।
সেখানে জ্যোতির কাছে সাবিনা জানতে চান, দীর্ঘক্ষণ হেলমেট পরে কীভাবে থাকেন জ্যোতিরা? সাবিনার প্রশ্নের উত্তরে জ্যোতি বলেন, ‘আসলে এটা অনেক কঠিন। তবে এখন আমাদের অভ্যাস হয়ে যাওয়ায় তেমন সমস্যা হয় না।’
আরও পড়ুন:
» দাবাড়ু জিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তামিম
» আইপিএলের নিলামে যে দলের নজরে তাসকিন
জ্যোতি উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের সময়ও তাকে হেলমেট পরতে হয়। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে সময় সীমিত থাকায় ম্যাচের শুরু থেকেই হেলমেট পরে থাকেন জ্যোতি। তিনি বলেন, টি-টোয়েন্টিতে একটা নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে হয়, নাহলে পেনাল্টির ভয় থাকে। অধিনায়ক হিসেবে তো আরো বেশি সমস্যা। তাই হেলমেট খোলার আর সুযোগ থাকে না। ম্যাচের শুরু থেকেই পরে থাকি।’
হেলমেট বারবার খুললে চুল নষ্ট হয়ে যায়, আবার চুল বাধার ঝামেলা। এসব এড়াতে শুরু থেকেই হেলমেট পরে থাকেন জ্যোতি, ’মেয়েদের চুল বড় থাকায় হেলমেট বার বার খোলা এবং পড়া, চুল ঠিক করা, এগুলো বেশ ঝামেলার। তাই এটা আমি প্রথম থেকেই করে থাকি। তবে এটা খুবই কষ্টের।’
সম্প্রতি নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এরপরই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা ও সাফেরা সেরা ঋতুপর্ণাকে পডকাস্টে আমন্ত্রণ জানায় বিসিবি।
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/বিটি