Connect with us
ফুটবল

নতুন ইনজুরিতে কতদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে?

Neymar new Injury
নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন নেইমার। ছবি- সংগৃহীত

ইনজুরির কালো থাবা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তবে কাতার বিশ্বকাপের পর থেকে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটিয়েছেন এই তারকা। আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোটে ভুগছেন তিনি। এবার নতুন করে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

ক্যারিয়ারে নতুন মোড় পেতে সম্প্রতি আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। সেখানে নতুন করে আশার আলো জ্বালালেও নতুন করে হানা দেয় পুরোনো সেই ইনজুরি। সান্তোসে ফিরেই একাধিক ইনজুরির কবলে পড়েছেন তিনি।

জানুয়ারির শেষদিকে সান্তোসে যোগ দেওয়ার পর গত আড়াই মাসে তিনবার ইনজুরির কবলে পড়েন নেইমার। যদিও প্রথম দু’টি ছিল তুলনামূলক হালকা চোট। ফলে চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফেরেন তিনি। তবে নতুন করে পাওয়া হ্যামস্ট্রিং চোটের পর দ্রুতই ফেরা হচ্ছে না নেইমারের। চোট কিছুটা গুরুতর হওয়ায় বেশ কিছুদিন মাঠে বাইরে কাটাতে হবে তাকে।

আরও পড়ুন:

» দিল্লিকে হারিয়ে শীর্ষে জায়গা করে নিল গুজরাট

» ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ 

জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। অর্থাৎ মে মাসের শেষদিকে অথবা জুনের শুরুতে পুনরায় মাঠে দেখা যেতে পারে তাকে।

তবে নেইমারের এমন ইনজুরি প্রবণতা কারণে তার শারীরিক প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যমে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমের অভিযোগ, শতভাগ ফিট না হয়েই খেলতে নেমে যান তিনি। এছাড়া ইনজুরির সময় জীবনযাপনেও অনিয়ম থাকে। যে কারণে বার বার চোটে পড়েন এই তারকা।

গত বৃহস্পতিবার সান্তোসের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন নেইমার। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে সেই ম্যাচে ৩০ মিনিটেই ইনজুরিতে পড়েন নেইমার। চোট পাওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি, কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষেই আশঙ্কা করা হচ্ছিল এবারের ইনজুরি কিছুটা গুরুতর হতে পারে। অবশেষে সেটিই সত্যি হয়েছে এবং ৪ থেকে ৬ সপ্তাহর জন্য ছিটকে গেছেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল