Connect with us
ক্রিকেট

২০২৫ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

TEam bangladesh Cricket
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছরে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে রাজ্যের ব্যস্ততা। ২০২৫ সালে তিন সংস্করণ মিলিয়ে কমপক্ষে ৪৫টি ম্যাচ খেলবে শান্ত-মিরাজরা। জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে ক্রিকেটারদের কাটাতে হবে আরো ব্যস্ত সময়।  

একনজরে ২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেটের যত খেলা

২০২৫ সালে সবমিলিয়ে ২১ম্যাচেরও বেশি ওডিআই খেলবে টাইগাররা। টি-টোয়েন্টিতেও সংখ্যাটা কম নয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ সবমিলিয়ে প্রায় ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হলে বাড়তে পারে ম্যাচের সংখ্যা।


আরও পড়ুন :

» হেডের উদযাপন নিয়ে ভারতে সমালোচনা: নেপথ্যের ঘটনা

» ২০২৫ সালে বিশ্ব ক্রিকেটে যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

» ২০২৪ যেন তারকা ক্রিকেটারদের বিদায়ের বছর


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বিপিএল দিয়ে শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন বছরের যাত্রা। ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠলেও চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে এবারের আসরে সবমিলিয়ে ম্যাচ গড়াবে ৪৬টি। বিপিএলের ১১তম এ আসরে অংশ নিয়েছে ৭টি ফ্র্যাঞ্চাইজি দল। এর মধ্যে থেকে সেরা চার দল এলিমিনেটর ও কোয়ালিফায়ার পদ্ধতিতে ফাইনাল নিশ্চিত করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি

বিপিএলের পর দম ফেলার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। আট দলের অংশগ্রহণে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে খেলতে আসার ব্যাপারে আপত্তি জানায়। ফলে হাইব্রিড মডেলে অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সূচি প্রকাশ করেছে আইসিসি। এবারের আসরে ‘এ’ গ্রুপ থেকে লড়বে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসমূহ

তারিখ দল  ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি, পাকিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

চ্যাম্পিয়ন ট্রফির পর মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এ সফরে বাংলাদেশের সঙ্গে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে তারা।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ

জিম্বাবুয়ে সিরিজ শেষে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানেও ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবেন মিরাজ-শান্তরা।

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ

আগামী জুন-জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে শান্ত-লিটনরা। সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডের সঙ্গে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ-ভারত সিরিজ

শ্রীলঙ্কা সফর শেষে ঘরে ফিরেই এশিয়ার আরেক পরাশক্তি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

এশিয়া কাপ

আগামী অক্টোবরে ভারত ও সম্ভাব্য শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। তবে টুর্নামেন্টের জন্য এখনও সূচি চূড়ান্ত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। ধারণা করা হচ্ছে নতুন বছরের মাঝামাঝি সময়ে সূচি চূড়ান্ত করবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিবে ছয় দল। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব-আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

এশিয়া কাপ শেষ না হতেই বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের আতিথ্য দিবে শান্ত-লিটন-তাসকিনরা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

শ্রীলঙ্কা সিরিজের মতো ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্ট ও তিন ওয়ানডের সঙ্গে আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২০২৫/টিএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট