লিওনেল মেসি আর রেকর্ড– যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মেসি ছাড়া ‘রেকর্ড’ কিংবা রেকর্ড ছাড়া ‘মেসি’– উভয় যেন এক অস্পূর্ণ গল্প। বরং মেসি ও রেকর্ড সর্বদা একই সূত্রে গাঁথা৷ ক্যারিয়ারের শুরু থেকেই রেকর্ডের খাতায় বহুবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিজের নাম তুলেছেন৷ এর মধ্যে এমন কিছু রেকর্ড গড়েছেন, যা ফুটবল ইতিহাসে আর কোনো ফুটবলারের নেই৷
ক্যারিয়ারজুড়ে ফুটবলে অজস্র রেকর্ডের মালিক লিওনেল মেসি সর্বশেষ জিতেছেন ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর৷ যা ব্যক্তিগত অর্জনের দিক থেকে ফুটবল ইতিহাসের আর কোনো ফুটবলারের নেই। এ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোও রয়েছেন পিছিয়ে৷ পর্তুগীজ তারকার ব্যালন ডি’অরের সংখ্যা ৬টি৷ অবশ্য শুধু ব্যালন ডি’অর নয়, ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দিক থেকেও এগিয়ে লিওনেল মেসি৷ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে সর্বোচ্চ ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন তিনি৷ যথারীতি তাঁর ঠিক পরেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷ ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে চারটি গোল্ডেন বুট জিতেন তিনি৷
যেভাবে নির্ধারিত হয় গোল্ডেন বুট:
সাধারণত এক মৌসুমে ইউরোপের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দেওয়া হয়ে থাকে৷ তবে এক্ষেত্রে ঠিক কোন লিগের কোন দলের বিপক্ষে গোল দেওয়া হয়, সেটাও বিবেচনায় রাখা হয়৷ যেমন, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্ষেত্রে প্রতি গোলের জন্য গোলদাতা ২ পয়েন্ট পেয়ে থাকেন৷ ৬ থেকে ২২ র্যাঙ্কধারী লিগের ক্ষেত্রে ১.৫ পয়েন্ট করে গোলদাতা পেয়ে থাকেন। সবমিলিয়ে মৌসুমের সেরা গোলদাতা ও সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী খেলোয়াড়কে গোল্ডেন বুটের সম্মান দেওয়া হয়৷
এক নজরে লিওনেল মেসির যত গোল্ডেন বুট:
ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একটানা তিনবার গোল্ডেন বুটসহ সর্বোচ্চ ছয়বার এই সম্মানজনক পুরস্কার জিতেছেন লিওনেল মেসি৷ সর্বপ্রথম জিতেন ২০০৯-১০ মৌসুমে। ওই মৌসুমে মেসির পা থেকে আসে ৩৫ ম্যাচে ৩৪ গোল৷ মাত্র এক মৌসুম পর ২০১১-১২ সালে আবারও গোল্ডেন বুট জিতেন তিনি৷ সেই মৌসুমে ৩৭ ম্যাচে করেন ৫০ গোল। পরের মৌসুমেও গোলের ধারা অব্যাহত রাখেন৷ ২০১২-১৩ মৌসুমে ৩২ ম্যাচে ৪৬ গোল করে তৃতীয়বার গোল্ডেন বুট জিতেন মেসি৷
এরপর তিন মৌসুম অপেক্ষা শেষে আবারও নিজের চেনা চরিত্রে ফিরেন লিওনেল মেসি৷ ২০১৬-১৭ মৌসুম থেকে টানা তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি জিতেন তিনটি গোল্ডেন বুট৷ সবকটিই জিতেন সাবেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে৷ সবমিলিয়ে তাঁর গোল্ডেন বুটের সংখ্যা ৬টি৷
গোল্ডেন বুট জেতা মৌসুমে মেসির গোল:
২০০৯-১০: ৩৫ ম্যাচে ৩৪ গোল।
২০১১-১২: ৩৭ ম্যাচে ৫০ গোল।
২০১২-১৩: ৩২ ম্যাচে ৪৬ গোল।
২০১৬-১৭: ৩৪ ম্যাচে ৩৭ গোল।
২০১৭-১৮: ৩৬ ম্যাচে ৩৪ গোল।
২০১৮-১৯: ৩৪ ম্যাচে ৩৬ গোল।
আরও পড়ুন: সৌদি প্রো লিগ নাকি এমএলএস: কোনটি সেরা?
ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি