রেকর্ডের খাতায় মেসির নাম ঠিক কত শতবার এসেছে? প্রশ্নটার উত্তর খুঁজতে খানকিটা বেগ পেতেই হবে৷ কেননা ক্যারিয়ারের শুরু থেকেই রেকর্ডের খাতায় বহুবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিজের নাম তুলেছেন৷ গোল, অ্যাসিস্ট, হ্যাটট্রিক কিংবা ব্যক্তিগত অর্জনে–মেসি আছেন ফুটবলের সব স্তরে৷ ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির হ্যাটট্রিকের সংখ্যা কয়টি?
ক্যারিয়ারজুড়ে নিজের পারফরম্যান্সের মারফতে ক্রিস্টিয়ানো রোনালদোকে নানাভাবে টপকে গেছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতে সেই টপকানোর পাল্লা ভারী করেছেন লিওনেল মেসি। সর্বশেষ ব্যালন ডি’ওর নিজের করে নিয়েছেন। তবে একটা জায়গায় ক্রিস্টিয়ানো রোনালদোকে এখনো টপকে যেতে পারেননি মেসি৷
দীর্ঘদিন ধরে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকার নেতৃত্ব দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোটা ক্যারিয়ারে তাঁর এখন পর্যন্ত হ্যাটট্রিকের সংখ্যা ৬৫টি৷ অন্যদিকে তাঁর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাটট্রিকের সংখ্যা ৫৭টি৷
দুজনের একসঙ্গে এখন হ্যাটট্রিক রয়েছে ১২২টি। ফুটবল দুনিয়ায় এই দুজনের চেয়েও আর কোনো ফুটবলারের এতো হ্যাটট্রিক নেই। তালিকার তিনে থাকা রবার্ট লেওয়ানডস্কির ৩১ ও চারে থাকা লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সংখ্যা ৩০টি৷
ক্যারিয়ারে কেবল গোল ও হ্যাটট্রিকে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। আর সম্ভাব্য সবকিছুতেই রোনালদোকে ছাড়িয়ে-ছাপিয়ে গেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷ মেসির ক্যারিয়ারের হ্যাটট্রিকের শুরুটা কখন? কিংবা শেষ কোথায়? ক্যারিয়ারের সবচেয়ে সেরা হ্যাটট্রিক এসেছে কার বিপক্ষে? —সব গল্পই থাকছে৷
ক্যারিয়ার হ্যাটট্রিক-৫৭
লা-লীগা–৩৬
চ্যাম্পিয়ন্স লীগ- ৮
স্পেনিশ সুপার কাপ- ১
কোপা দেল রে- ৩
জাতীয় দল- ৯
লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিক ছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগে। ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে বার্সেলোনা জয় পাওয়ার দিনে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি৷ ওই ম্যাচে চারটি গোলই আসে লিওনেল মেসির পা থেকে৷
বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের বিপক্ষেও ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এটিও ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে৷ ২০১২ সালে লেভারকুসেনকে ৭-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা৷ ওই ম্যাচে হ্যাটট্রিকসহ লিওনেল মেসি করেন ৫ গোল৷
আরও পড়ুন: রোনালদো নয়, মেসিকে ‘সর্বকালের সেরা’ বললেন জার্মান ফুটবলার
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/টিএইচ/বিটি