Connect with us
ফুটবল

রিয়ালে কত নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে, অবশেষে জানা গেল

কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

পিএসজি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন একটি গল্প রিয়াল মাদ্রিদের হয়ে লিখতে চাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, সেটা সকলেরই জানা। তবে প্রশ্ন উঠছিল রিয়ালে পাড়ি জমানোর পর কত নাম্বার জার্সি পড়ে মাঠ মাতাতে দেখা যাবে এই ফরাসি তারকাকে। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। জানা গেছে সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে বরণ করে নেয়ার দিনক্ষণও।

ফ্রান্সে জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় কিলিয়ান এমবাপ্পেকে। এদিকে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে সবশেষ নিজের পছন্দের ৭ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন এই তরুণ তারকা। এদিকে এমবাপ্পের নতুন গন্তব্য রিয়াল মাদ্রিদে আগে থেকেই ৭ নম্বর জার্সি পরে খেলছেন দলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আবার ১০ নম্বর জার্সি লুকা মদরিচের দখলে।

তাই রিয়াল মাদ্রিদে এমবাপ্পের জার্সির পেছনে কত নম্বর লেখা দেখা যাবে তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। এবার সকল ভাবনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ নিজেই জানালো এমবাপ্পের জার্সি নম্বর। গতকাল এমবাপ্পের জার্সি নম্বর প্রকাশ করেছে লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ নম্বর জার্সি পরে খেলবেন এমবাপ্পে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এমবাপ্পের নতুন জার্সি। ছবি- ফাব্রিজিও রোমানো

এতে করে নতুন ক্লাবে গিয়ে নতুন একটি জার্সি নম্বর পাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর আগে কেবল একবার ৯ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। কুপ ডি ফ্রান্স ডি ফুটবলে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এফসি চ্যাম্বলি ওইসের বিপক্ষে সেবার এই জার্সি পরে খেলতে দেখা গিয়েছিল তাকে। রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমে এমবাপ্পের পাশাপাশি দলের একাধিক পুরনো ফুটবলার পরিবর্তন করেছেন নিজেদের জার্সি নম্বর।

শুধু জার্সি নম্বর নয় বার্নাব্যুতে এমবাপ্পেকে বরণ করে নেওয়ার দিন কোন জানিয়েছে ক্লাবটি। প্রাক্তন ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে এমবাপ্পের। এদিকে জাতীয় দলের হয়ে ইউরোপা মিশন শেষ হয়েছে তার। তাই এখন স্পেনে সংক্ষিপ্ত ভ্রমণ করবেন তিনি। যেখানে আগামী ১৬ জুলাই (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে এমবাপ্পেকে রিভিল করবে রিয়াল।

আরও পড়ুন: ফাইনালে কলম্বিয়াকে পেল আর্জেন্টিনা, ম্যাচ কবে কখন?

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল