Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের কতজন ভিসা পাচ্ছেন?

Bangladesh team
বাংলাদেশ দল। ছবি- ইএসপিএন

চলতি বছরের জুনেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবারের আসর। সংক্ষিপ্ত ফরমেটের এই বিশ্ব আসরের কথা মাথায় রেখে দল গোছাতে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি সারতে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলো বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপের ভেন্যুতে যাওয়ার জন্য বাংলাদেশ দলের ক্রিকেটারদের চলছে ভিসা প্রসেসিংয়ের কাজ। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন এমন সম্ভাব্য সকল ক্রিকেটারদের ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করে রাখছে বিসিবি। একই কারণে আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শের-বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন থেকে জাতীয় দলের ক্রিকেটারদের দুটি বাসে করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নিয়ে যাওয়া হয়। এদিন ভিসার কার্যক্রম ছেড়েছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এছাড়া আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় নতুন করে করতে হয়নি সাকিব, সৌম্য, এনামুল হক, সাইফউদ্দিন ও সোহানের।

অনেকটা বলা যায় বিশ্বকাপের কথা মাথায় রেখে যে সকল খেলোয়ারদের ভিসা প্রসেসের কাজ করা হচ্ছে তারাই বিশ্বকাপের প্রাথমিক দল। এখান থেকেই বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে।’

তিনি আরও জানান, শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে ভালো লড়াই করলেও টেস্টে ভরাডুবির কারণ অনুসন্ধান করে দেখবে বিসিবি। এদিকে বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে ঘরের মাঠে জিমবাবুর সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং যুক্তরাষ্ট্রে তাদের বিপক্ষে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বিশ্বকাপের জন্যে ভিসা পাচ্ছেন যারা:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান। এছাড়া ভিসা আছে- সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।

আরও পড়ুন: ৭ গোলের অবিশ্বাস্য ম্যাচে ম্যানইউকে হারালো চেলসি

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট