Connect with us
ফুটবল

‘নতুন মেসিকে’ পেতে কী পরিমাণ অর্থ খরচ করেছে ম্যানসিটি?

Claudio Echeverri
ক্লদিও এচেভেরি। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার চাচো প্রদেশের ছোট্ট শহর রেসিসটেন্সিয়াতে জন্ম ক্লদিও এচেভেরির। ফুটবলের হাতেখড়িও শুরু হয় এখান থেকেই৷ ছোট বেলা থেকেই তাঁর ফুটবলীয় দক্ষতার সুবাদে তাঁকে ডাকা হতো ‘নতুন মেসি’৷ স্থানীয় ক্লাব দেপোর্তিভো লুজানের হয়ে যখন প্রথম মাঠে নামেন, তখন থেকেই নিজেকে মাঠের খেলায় মেলে ধরতে শুরু করেন৷ ফলে মাত্র ১০ বছর বয়সেই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার শীর্ষ ক্লাবের আঙিনার দরজা খুলে যায় তাঁর সামনে। 

২০১৬ সাল থেকে তিনি রিভারপ্লেট একাডেমিতে খেলেছেন মোট ৫ বছর। ২০২২ সালে খেলোয়াড়ি দক্ষতার সুবাদে রিভার প্লেটের রিজার্ভ দলের হয়ে খেলার সুযোগ পান ক্লদিও এচেভেরি। শুরু থেকেই তিনি তাঁর নিজস্ব ফুটবলীয় কসরত দেখাতে শুরু করেন৷ গতি, ড্রিবলিংয়ের মিশেলে এক কমপ্লিট প্যাকেজ হয়ে ওঠেন৷

অবশ্য এর আগেও তাঁর ফুটবলীয় দক্ষতা ফুটে ওঠে৷ ইতালির ভেনিসে অনুষ্ঠিত বয়সভিত্তিক এক টুর্নামেন্টে নিজের জাত চেনান তিনি৷ সেই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৯ গোল করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল হলেও দলীয় পারফরম্যান্স নিয়ে তখন খুশি হতে পারেননি এচেভেরি৷

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আরো একবার ঝলক দেখালেন তিনি৷ টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে এচেভেরি করেছেন ৫ গোল। কোয়ার্টার ফাইনালে রীতিমতো তিনি একাই ব্রাজিলকে হারিয়ে দিয়েছিলেন৷ সেই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। ফলে ইউরোপিয়ান বড় বড় ক্লাব কর্তাদের নজরে আসেন এচেভেরি। তাঁকে দলে পেতে রীতিমতো যুদ্ধ হয়েছে ইউরোপের বেশ কিছু জায়ান্ট ক্লাবের মধ্যে। তবে এক পর্যায়ে যুদ্ধ জয় করে তাঁকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। সার্জিও অ্যাগুয়েরো, নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজদের পথ ধরে আকাশী-নীল শিবিরে যোগ দিলেন ক্লদিও এচেভেরি।

সিটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন এচেভেরি। ছবি- সংগৃহীত 

চুক্তি অনুযায়ী ক্লদিও এচেভেরির জন্য বোনাসসহ ট্রান্সফার ফি ধরা হয়েছে ১২.৫ মিলিয়ন ইউরো৷ তবে এখনি ম্যানচেস্টার সিটির হয়ে তাঁকে দেখা যাবে না৷ আরো এক মৌসুম রিভারপ্লেটেই খেলতে চান তিনি। ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রিভারপ্লেটে লোনে খেলবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির দিকে ইত্তিহাদে দেখা যাবে ক্লদিও এচেভেরিকে। ২০২৮ সাল পর্যন্ত সিটির সাথেই থাকবেন তিনি৷ এচেভেরি ফিরলে এক ভয়ঙ্কর রূপ দেখা যেতে পারে সিটির৷ আক্রমণভাগে ডি ব্রুইনা, ফোডেন, হল্যান্ডের সঙ্গে এচেভেরি যুক্ত হলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বেশ বড় ধরনের পরীক্ষাই দিতে হবে।

আরও পড়ুন: জাভি হার্নান্দেজ: নিভৃত যতনে, হৃদয়ের মনিকোঠায় 

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল