বিশ্বকাপ ব্যর্থতার গ্লানি নিয়ে এবার ঘরের মাঠে সিরিজ শুরু করছে বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। ১৫ সদস্যের ওই দলে ডাক পেয়েছেন নতুন দুই তরুণ। একজন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও আরেকজন ব্যাটার শাহাদাত হোসেন দিপু।
জাতীয় দলে নতুন হলেও অনেকদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন দুজন। স্পিনার হাসান মুরাদ বিপিএলের দলেও ছিলেন। অন্যদিকে শাহাদাত হোসেন টিপুও প্রথম শ্রেণির পাশাপাশি বিপিএলের দলে ছিলেন। খেলেছেন ইমার্জিং দলের হয়েও।
চট্টগ্রাম ডিভিশনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে হাসান মুরাদের অভিষেক ২০২১ সালে। ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি। বিপিএলে মিনিস্টার ঢাকা ও রংপুর রাইডার্সে ছিলেন হাসান। চলতি জাতীয় লিগেও মাত্র ৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন।
অন্যদিকে টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপুও খেলছেন চট্টগ্রাম ডিভিশনের হয়ে। ২১ ম্যাচে ব্যাটিং করেছেন ৩৯ ইনিংসে। ২টি শতক ও ১০টি অর্ধশত ইনিংসে রান করেছেন ১২৯৬। গড় ৩৫.০২ ও স্ট্রাইক রেট ৪৭। সর্বোচ্চ রানের স্কোর ১৫৯।
সাকিব আল হাসান ও লিটন দাসের শূন্যতা পূরণের জন্যই এ দুজনকে দলে ডাকা হয়েছে। যদিও বোলিং লাইনে স্পিন শক্তি থাকবে মিরাজ, নাঈম ও তাইজুলের দখলে। আর পেসার হিসেবে খালেদ, শরিফুল ও হাসান মাহমুদকেই ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন: ৩ নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এজে