Connect with us
ফুটবল

বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সি কিনতে কত টাকা গুনতে হবে?

Bangladesh Football new jersey reveal
বাংলাদেশ ফুটবলের নতুন জার্সি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের জন্য এবার নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচিত হয়েছে। বাফুফের নতুন কমিটি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘দৌড়’ এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই বিশেষ জার্সি। এটি বাংলাদেশ ফুটবল দলের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক কিট স্পন্সরশিপের অংশ হিসেবে প্রকাশ পেয়েছে।

নতুন এই জার্সিটি লাল রঙের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে, যা বাংলাদেশের জাতীয় পতাকার রঙকে প্রতিফলিত করে। জার্সির ডিজাইনে বাংলাদেশের মানচিত্র, নদী, এবং জাতীয় ফুল শাপলার প্রতীক ব্যবহার করা হয়েছে। জার্সির সামনের অংশে নদীর প্রবাহকে ফুটিয়ে তোলা হয়েছে, যা বাংলাদেশের নদীমাতৃক প্রকৃতিকে স্মরণ করিয়ে দেয়।

জার্সির হাতায় শাপলার নকশা এবং ডায়মন্ডের উপস্থিতি খেলোয়াড়দের শক্তি, দৃঢ়তা এবং স্বচ্ছতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও, জার্সিতে সূর্যের আভা যুক্ত করা হয়েছে, যা নতুন দিনের আশা এবং সম্ভাবনার প্রতীক।

আরও পড়ুন:

» পাত্তাই পেল না পাকিস্তান, ব্যর্থতা ভুলতে এসে খেল বড় ধাক্কা

» এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল

নতুন এই অ্যাওয়ে জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা। ফুটবল ভক্তরা খুব সহজেই জার্সিটি পেয়ে যাবেন ‘দৌড়ের’ অফিসিয়াল ওয়েবসাইটে। লাল-সবুজের এই জার্সি গায়ে দিয়েই নিজেদের এশিয়া কাপের বাছাইপর্ব শুরু করবে জামাল-হামজারা। বাংলাদেশের ঐতিহ্য এবং ফুটবল দলের আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলেছে এই জার্সিটি।

ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত এই জার্সির ডিজাইন করেছেন। তিনি পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর সীমারেখা এবং বাংলাদেশের মানচিত্রের সাথে সঙ্গতি রেখে এই জার্সিটি তৈরি করেছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশ দল এই নতুন জার্সি পরে মাঠে নামবে।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল