Connect with us
ফুটবল

কতটুকু সেরে উঠেছেন নেইমার, জানা গেল মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ

নেইমারের শারীরিক অবস্থা ও চিকিৎসা পদ্ধতির ধরণ তুলে ধরে ভিডিও প্রকাশ হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার জুনিয়র। হাঁটুর চোটে অস্ত্রোপচার করা হয়েছে তার। অস্ত্রোপচার থেকে দ্রুত সেরে উঠতে এখন বিশেষ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা ও চিকিৎসা পদ্ধতির ধরণ তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে নেইমারের ইমেজ-স্বত্ত্বের মালিক এনআর স্পোর্টস।

গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পায়ে চোট পান নেইমার। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার হয় এই ব্রাজিলিয়ান তারকার।

WATCH: Neymar writhes in pain as Brazilian star shares video of recovery process

এনআর স্পোর্টসের আপলোডকৃত ভিডিওতে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ার চিত্র তুলে ধরা হয়। বিভিন্ন দিনের আলাদা ফুটেজ দেখা যায় এক ভিডিওতেই। সেখানে একটি স্ট্রেসরের মত বিছানায় শুয়ে থেকে চিকিৎসা নেন তিনি। একাধিকবার ব্যথায় কুঁকড়ে উঠতে দেখা যায় তাকে।

ভিডিওতে দেখা যায় তার বা-পা একটি মেশিনের উপর চিকিৎসাধীন অবস্থায় রাখা। চিকিৎসক যখন পা টান দিয়ে সোজা করার চেষ্টা চালান, ব্যথায় আর্তনাদ করতে থাকেন নেইমার। সৃষ্টিকর্তার দোহাই দিয়ে এমনটা না করার আকুতি জানান তিনি।

ভিডিওর পরবর্তী অংশে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে শুয়ে থাকতেও দেখা যায় নেইমারকে। ভিন্ন দিনের একাধিক চিত্র তুলে ধরা হয় তার। ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায় চিকিৎসক জোরে পা টেনে সোজা করার চেষ্টা করছেন এবং বলেছেন, ‘শক্ত করে পা টান করে রাখার চেষ্টা কর’। নেইমার তাই করছেন এবং ব্যথায় কুঁকড়ে উঠছেন।

Neymar News | Latest Headlines & Updates | The US Sun

নেইমার কি পরিমান ব্যথা সহ্য করছেন তা আমরা ভাবতেও পারবো না, এমনটা উল্লেখ করে ইউটিউবে আপলোডকৃত সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে এনআর স্পোর্টস। পোস্টে আরো বলা হয়, ‘তার সবচেয়ে বড় ব্যথাটা হয়তো মাঠের বাইরে থাকার কারণে। তবে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং সবার পাঠানো শুভেচ্ছামূলক বার্তায় আস্থা রেখে সে ফিরে আসেছে। আমরা এখন দিন গুনছি তার ফিরে আসার।’

তবে জানা যাচ্ছে, চলতি মৌসুমের বাকি অংশে আর মাঠে নামার সম্ভাবনা নেই নেইমারের। সেক্ষেত্রে সৌদিতে নেইমারকে ৯ কোটি ইউরো খরচে ভিড়িয়ে বড় একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আল-হিলাল। নেইমারকে ছাড়া ব্রাজিলও সুবিধা করতে পারছে না বিশ্বকাপের বাছাইপর্বে।

কবে নাগাদ নেইমার সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও চার-পাঁচ মাস সময় লাগতে পারে তার। তবে আগামী বছর জুনে হতে যাওয়া কোপা আমেরিকায় মাঠে দেখা যেতে পারে নেইমারকে, সেই আশাই করছেন সবাই।

আরও পড়ুন: ‘আমাদের ছেড়ে যাবেন না’ স্কালোনিকে ফেরাতে সমর্থকদের অনুরোধ

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল