ইউরোপের ফুটবল মাতিয়ে পাড়ি জমিয়েছেন আমেরিকায়। মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে ক্যারিয়ারের অন্তিমলগ্ন পার করছেন লিওনেল মেসি৷ এর আগেই অবশ্য দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। সর্বশেষ ক্যারিয়ারের রেকর্ড সংখ্যক অষ্টম ব্যালন ডি’অরের মালিকও এখন তিনি৷
মাঠ ও মাঠের বাহিরের তারকা লিওনেল মেসি আসলে কত অর্থ-সম্পত্তির মালিক তা নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে বেশ কৌতূহল। অনেকেই জানতে চান লিওনেল মেসির অর্থ-সম্পদের ইতিবৃত্ত।
মার্কিন বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের দাবি অনুযায়ী, বর্তমানে মেসির সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার৷ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬০৮ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা৷ আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যাপল থেকে বড় অঙ্কের অর্থলাভের দুয়ার খুলে গেছে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের।
গত বছর মেসি একটি এনডোর্সমেন্ট চুক্তিতে সই করেছেন, যেখান থেকে তার আয় হচ্ছে ২০৯ কোটি টাকা। এছাড়া তিনি নিজেও কাপড়ের ব্যবসা শুরু করেছেন। বিশ্বখ্যাত ব্রান্ড অ্যাডিডাসের সঙ্গেও তার আজীবনের চুক্তি হয়ে আছে।
তবে এখানেই শেষ নয়। বয়সটা ৩৬ ছুঁয়ে ফেললেও এখনও তাঁর ব্র্যান্ড ভ্যালু রয়েছে। ক্যারিয়ারের অন্তিমলগ্নেও আর্জেন্টাইন তারকার জন্য টাকা ঢালতে কার্পণ্য করে না বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো৷ অবশ্য তাঁদের হতাশও করেননি লিওনেল মেসি৷ ক্যারিয়ার জুড়ে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। এমনকি সর্বশেষ কাতার বিশ্বকাপেও বল পায়ে আলো ছড়িয়েছেন তিনি৷
আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী, বিশ্বের ধনী ফুটবল খেলোয়াড়দের মধ্যে বর্তমানে মেসির অবস্থান দ্বিতীয়। ৮৪৯ মিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের মধ্যে একে রয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
টাকা উপার্জন করে দু হাতে খরচও করছেন মেসি। নিজের প্রাইভেট জেট রয়েছে আর্জেন্টাইন তারকার। দামি এবং বিলাসবহুল গাড়িও আছে একাধিক।
তারকা ফুটবলারের একটি বিলাসবহুল হোটেলও রয়েছে। এর মধ্যে ৭৭টি বেডরুম আছে। এই হোটেলে এক রাত থাকার জন্য ভাড়া ১০৫ পাউন্ড।
এছাড়া দান ও সামাজিক সংস্কারমূলক কাজেও বিশাল অঙ্কের টাকা ব্যয় করে থাকেন আর্জেন্টাইন এ কিংবদন্তি। বার্সেলোনায় সমুদ্রের পাড়ে মেসির প্রাইভেট ফুটবল মাঠ রয়েছে। সে জায়গায় আছে অদ্ভুত এক নিয়মও। কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না এই সম্পত্তির ওপর দিয়ে।
আরও পড়ুন: হার্শা-মুডির প্রত্যাশার পারদে জল ঢেলেছেন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/টিএইচ/এফএএস