Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে কত টাকা পেল ভারত?

ind champion
তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইতিহাসে সর্বোচ্চ তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। ২০১৩ সালের পর ১২ বছরের অপেক্ষা ঘুচেছে দলটির। এর আগে ২০১৭ সালেও ফাইনালে উঠেছিল, তবে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

এবার সব মিলিয়ে মোট ৬.৯ মিলিয়ন ডলার ব্যয় করছে আইসিসি। ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল শিরোপা ছাড়াও নগদ অর্থ হিসেবে পেয়েছে ২.২৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকার অংকে যা ২৭ কোটি টাকারও বেশি।

অন্যদিকে পূর্বঘোষিত প্রাইজমানি অনুযায়ী রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা পেয়েছে নিউজিল্যান্ড।


আরও পড়ুন:

» ইতিহাসের পুনরাবৃত্তি হলো না নিউজিল্যান্ডের, শিরোপা ভারতের ঘরে

» নাঈমের ঝড়ো ব্যাটিংয়ে রানের রেকর্ড, একটুর জন্য মিস ডাবল সেঞ্চুরি


বড় অংকের প্রাইজমানি পেয়েছে সেমিফাইনাল নিশ্চিত করা বাকি দলের জন্যও। সেমিফাইনাল থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রত্যেক দল পেয়েছে ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা করে।

এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে দল দুটি পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। সেই হিসাবে আফগানিস্তান পঞ্চম ও বাংলাদেশ ষষ্ঠ স্থানে ছিল। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াই আরও আড়াই কোটি টাকা মিলিয়ে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।

স্বাগতিক পাকিস্তান ও ইংল্যান্ড সবচেয়ে কম প্রাইজমানি নিয়ে ঘরে ফিরেছে। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ রিজওয়ানরা। গতবারের চ্যাম্পিয়ন হয়েও শুরুতেই বাদ পড়তে হয় তাদের।

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট