Connect with us
ক্রিকেট

ডিপিএলের টুর্নামেন্টসেরা হয়ে কত টাকা পেলেন মোসাদ্দেক

Mosaddek Hossain_DPL
ডিপিএলের টুর্নামেন্টসেরা হয়েছেন মোসাদ্দেক। ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে জাতীয় দলের অনেকেই খেলেছেন। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ মোসাদ্দেক হোসেন সৈকতে হাতে। ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করে আবাহনীকে শিরোপা এনি দিয়েছেন এই অলরাউন্ডার। সেইসঙ্গে পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের অঘোষিত ফাইনালে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। এতে ১৬ ম্যাচ শেষে ১৪ জয়ে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে মোসাদ্দেকের দল।

ব্যাটে-বলে দুর্দান্ত খেলে টুর্নামেন্ট সেরা হয়েছেন মোসাদ্দেক। এতে ৩ লাখ টাকার পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» শিরোপা হারানোর পর এবার নতুন সংকটে রিয়াল মাদ্রিদ

» তৃতীয় দিন মিরাজ-তাইজুলদের কাছে যে প্রত্যাশা সাদমানের 

পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক। এমনকি আজ অঘোষিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে রানতাড়ায় নেমে ৬৫ বলে অপরাজিত ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এতে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতেই।

সবমিলিয়ে এবারের ডিপিএলে ব্যাট হাতে ১৪ ইনিংসে ৪৮৭ রান করেছেন মোসাদ্দেক। যেখানে ৩টি ফিফটি রয়েছে। এছাড়া বল হাতে শিকার করেছেন এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ ৩০টি উইকেট। অবশ্য তার সমান ৩০টি উইকেট নিয়েছেন আরেক স্পিনার রাকিবুল হাসান।

সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন মোসাদ্দেক। তবে ওয়ানডেতে খেলেছিলেন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তারা। তবে এবারের ডিপিএলে এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর পুনরায় নির্বাচকদের নজরে আসতে পারেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট