Connect with us
ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত টাকা পেল নিউজিল্যান্ড?

new Zealand women cricket team
নিউজিল্যান্ডের বিশ্বকাপ ট্রফি উদযাপনের দৃশ্য। ছবি: সংগৃহীত

গতকাল (রবিবার) আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে তিনবারের প্রচেষ্টায় এই প্রথমবার ট্রফি হাতে ওঠে কিউইদের। এর আগে ২০০৯ ও ২০১০ সালে পরপর ২ বার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে ব্লাক ক্যাপসরা। তবে দু’বারই ফাইনালে হেরে ট্রফির স্বাদ গ্রহণ করতে পারেননি তারা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই নিয়ে পরপর দু’বার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেললো। তবে দু’বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল তাদের। এবার মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী দলকে আইসিসি পুরস্কার দেয় ২৩ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা।

শুধু মাত্র চ্যাম্পিয়ন হয়েই নিউজিল্যান্ড এই পরিমাণ অর্থ পাবে। এছাড়াও প্রতি ম্যাচ জয়ের বোনাস রয়েছে আলাদা। ম্যাচ জয়ের বোনাস ছাড়া শুধুমাত্র রানার্স হয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। অ্যামেলিয়া কের ব্যাট হাতে দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ১২৬ রানে গুটিয়ে যাই। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে ৩৩ রান করেন লরা উলভার্ট। ৩টি উইকেট নেন অ্যামেলিয়া কের। ৩২ রানে ম্যাচ জিতে প্রথমবারের মত বিশ্বকাপের ট্রফির স্বাদ পেল নিউজিল্যান্ড।

আরও পড়ুন: সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তাইজুলের সামনে

ক্রিফোস্পোর্টস/২১ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট