Connect with us
ক্রিকেট

বিসিবির ফান্ডে এখন কত টাকা আছে, জানালেন বোর্ড সভাপতি

বিসিবির ফান্ডে এখন কত টাকা আছে, জানালেন বোর্ড সভাপতি

বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। এছাড়া ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগার নিয়মিতই ফুলে-ফেঁপে উঠছে। আর এতেই বিসিবিকে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হিসেবেও দাবি করা হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বিসিবির ৯০০ কোটি টাকার ফান্ডের কথা সবাই আগে থেকেই জানেন। বর্তমানে সেই ফান্ডের কী অবস্থা?

বিসিবি বস নাজমুল হাসান পাপন গত ৯ জানুয়ারি ‘নট আউট নোমান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সেই ৯০০ কোটির ফান্ড বেড়ে এখন এক হাজার কোটি ছাড়িয়ে গেছে।

তখন সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ‘৯০০ কোটি টাকা আছে বিসিবির, আগে বলেছিলেন; সেটা কি এখন ১ হাজার কোটি টাকা হয়েছে?’ এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বেশিও থাকতে পারে।’

এদিকে সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আরও জানান, একাডেমি তৈরি ও বিভিন্ন স্তরের ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজন করতে জমি খোঁজা হচ্ছে। ঢাকার বাইরে মোট চার থেকে পাঁচটা মাঠ কেনার কথাও তিনি জানান। এ ছাড়া পূর্বাচলে তৈরি করা হবে নতুন স্টেডিয়াম। আর এসব কাজেই বিসিবির বিশাল অঙ্কের ফান্ডের অর্থ ব্যয় হবে।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট