Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও কত টাকা পাবে বাংলাদেশ?

How much money will Bangladesh get even if they do not win a match in the World Cup?
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট লড়াই। এরই মধ্যে জানা গেলো বিশ্বকাপের প্রাইজমানি। আজ সোমবার (৩ জুন) চলতি আসরের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সর্বোচ্চ ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল।

গত আসরের চেয়ে এবারের আসরের প্রাইজমানিতে বিশাল পরিবর্তন এসেছে। গত আসরে প্রাইজমানি ছিল ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৫ কোটি টাকা যা এবারের আসরে দ্বিগুণ বেড়ে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মূলত এবার দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টের প্রাইজমানিও বেড়েছে। অংশগ্রহণকারী ২০টি দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন দলের পর দ্বিতীয় সর্বোচ্চ ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৫ কোটি টাকা পাবে রানার্সআপ দল। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৪ লাখ টাকা করে এবং সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার বা ৪ কোটি ৫০ লাখ টাকা করে পাবে। সুপার এইটের বাইরে ৯ থেকে ১২ নম্বরে থাকা দলগুলো ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা করে পাবে।

যেহেতু অংশগ্রহণকারী সবগুলো দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে, সে হিসেবে কোনো দল যদি একটি ম্যাচেও জয়লাভ করতে না পারলেও একটি নির্দিষ্ট প্রাইজমানি পাবে। সেক্ষেত্রে তালিকার শেষের দিকে ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দলের জন্য ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ২ কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কে কত পাবে? 

ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট