Connect with us
ক্রিকেট

আইপিএলে প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক?

How much money will Mitchell Starc get for each ball in the IPL?
মিচেল স্টার্ক। ছবি- সংগৃহীত

আইপিএল নিলামের সকল রেকর্ড ওলট-পালট করে দিচ্ছে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটাররা। গেল ১৯ নভেম্বর ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপের শিরোপা উদযাপন করা দলের খেলোয়াড়দের নিয়ে ঠিক এক মাস পর ১৯ ডিসেম্বর কারাকারি করেছে ভারতীয় ফ্রাঞ্চাইজি দল গুলো। যেই ফল স্বরুপ আকাশচুম্বী মূল্যে আইপিএলের দলে ভিড়েছে অজি অধিনায়ক পেট কামিন্স ও পেস বোলার মিচেল স্টার্ক।

মঙ্গলবার দুপুরে দুবাইয়ের আইপিএল নিলামে রীতিমত ঝড় তুলেছেন এই দুই অস্ট্রেলীয় ক্রিকেটার। প্রথমে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক পেট কামিন্সকে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় হায়দরাবাদ। এর পর পুনরায় সেই রেকর্ড ভেঙে দেন বিশ্বকাপ জয়ী দলের আরেক ক্রিকেটার মিচেল স্টার্ক।

আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় নাম লেখান অজি পেসার মিচেল স্টার্ক। এই দুই ক্রিকেটারকে দলে ভেড়াতে প্রায় অর্ধশত কোটি রুপি ব্যয় করেছে আইপিএলের দলগুলো। এক মৌসুমের জন্য এত বিপুল অর্থ যদি প্রতি বলের বিপরীতে হিসাব করা হয়, তাহলে যে পরিমাণ মূল্য দাঁড়াবে সেটাও বিশাল।

হিসেব করলে দেখা যায় পেট কামিন্স যদি হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতেক ম্যাচেই চার ওভার করে বল করেন, তাহলে প্রতি বল পিছু তিনি পাবেন প্রায় ৬.১ লক্ষ রুপি। বাংলাদেশী অর্থে যা প্রায় ৮ লক্ষ টাকা। সেই হিসেবে মিচেল স্টার্ক পাবেন প্রায় ৭.৬৭ লক্ষ রুপি, যা বাংলাদেশি মূল্যে প্রায় ১০ লক্ষেরও অধিক টাকা।

আট বছর পর আইপিএলের নিলামে নাম দিয়েছেন মিচেল স্টার্ক। আইপিএলের মঞ্চে নিজের পুনরাবর্তন হয়েছে রেকর্ড মূল্যে দল পেয়ে। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই ও গুজরাত স্টার্ককে পাওয়ার জন্য লড়াই চালিয়েছে। তবে শেষ পর্যন্ত জয় হয় শাহরুখ খানের দলের। গেল বার একজন ভালো পেস বোলারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে কেকেআর।

আরও পড়ুন: আইপিএলের নিলামে ইতিহাস গড়ে কলকাতায় মিচেল স্টার্ক

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এফএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট