অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে ৫৯ রানে হারিয়ে ফাইনাল জয় করেছে টাইগার যুবারা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতবার ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথম বারের মতো এই টুর্নামেন্টে ট্রফি জয়ে স্বাদ পায় টিম বাংলাদেশ।
রোববারের ফাইনালের মঞ্চে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রান করে অলআউট হয় ভারত।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অ-১৯ : ১৯৮/১০ (৪৯.১)
ভারত অ-১৯ : ১৩৯/১০ (৩৫.২)
ফলাফল : বাংলাদেশ ৫৯ রানে রানে জয়ী।
আরও পড়ুন :
» বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নতুন মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ
» ম্যাচ হারে যে কারণ খুঁজে পেলেন অধিনায়ক মিরাজ
চ্যাম্পিয়ন বাংলাদেশ কত টাকা প্রাইজমানি পেল?
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ এর ফাইনাল জিতে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যা ১ কোটি ৭৯ লাখ টাকা।
রানার্স-আপ ভারত কত টাকা প্রাইজমানি পেল?
এবারের আসরে রানার্স-আপ হয়ে ৭৫ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যা ৮৯ লাখ ৯০ হাজার টাকা।
সেরা পারফরম্যান্স :
আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন বাংলাদেশের ইকবাল হাসান ইমন। পুরো টুর্নামেন্টে ১৩টি নিয়েছেন তিনি। এছাড়া ফাইনালের মঞ্চে দুর্দান্ত বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। এর স্বীকৃতিও পেয়েছেন তিনি— হয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসএ