বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ। তবে কানপুরে ম্যাচের দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে কেবল ৩৫ ওভার। সেটাও হয়েছিল প্রথম দিন। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে বল মাঠেই গড়ায়নি।
এই ম্যাচ শুরুর আগেই জানা গিয়েছিল আবহাওয়ার দুঃসংবাদ। কানপুর টেস্টের প্রথম তিনদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঠিক তেমনটাই দেখা গেছে প্রথম প্রথম দুদিনের খেলায়। তবে আজ রোববার তৃতীয় দিনের খেলায় কতটা বাগড়া দেবে বৃষ্টি?
প্রথমদিকে বলা হচ্ছিল তৃতীয় দিন প্রায় ৫৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কানপুরে। দিনের শুরুতে আজও মেঘে ঢাকা থাকতে পারে আকাশ; হতে পারে বৃষ্টিও। দুপুরের পর অবশ্য এই বৃষ্টির সম্ভাবনা নেমে আসবে ২৫ শতাংশে। দিনে মাঝে মধ্যেই সূর্যের দেখা মিলবে।
তাই বলা যায়, আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দিনের খেলা ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। ওয়েদার ফোরকাস্টের মতে দুপুরের পর বৃষ্টি নাও হতে পারে। এছাড়া এই ম্যাচে পরবর্তী দুদিনের খেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, শুক্রবার প্রথম দিনের খেলায় টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। এদিন বৃষ্টি বাধায় খেলা হয়নি পুরো তিন সেশন। ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ৪০ রান করে উইকেটে অপরাজিত আছেন মমিনুল হক।
উইকেটের অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিম ৬ রান করেছেন। আর দারুন ভাবে সেট হয়েও ৩১ রানে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছিল ২৪ রান। অপরদিকে আরেক ওপেনার জাকির হাসান ২৪ বল খেলে কোন রান না করেই নিয়েছেন বিদায়।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এফএএস