পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। গতকাল (১৩ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের দলে ভেড়ায় তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
লিটন দাসকে দলে ভিড়িয়েছে শান মাসুদের দল করাচি কিংস। রিশাদ হোসেনকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স এবং নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমি। এর আগে কখনো পিএসএল খেলা হয়নি এই তিন ক্রিকেটারের। এছাড়া নাহিদ রানা প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন।
এই তিন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন নাহিদ রান। এবারের পিএসএল ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন এই পেসার। গোল্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। অর্থাৎ পেশোয়ার জালমির হয়ে খেলে ৬০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন এই এক্সপ্রেস পেসার।
আরও পড়ুন:
» তিন বাঁহাতি ওপেনার না নিয়ে লিটনকে বিবেচনা করা যেত : নান্নু
» পিএসএলে শোয়েব আখতারের কাছে শেখার আগ্রহ নাহিদের
তবে বিপিএলের তুলনায় দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন নাহিদ। চলমান বিপিএলে ‘সি’ ক্যাটাগরি থেকে তাকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। আর এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
অবশ্য লিটন ও রিশাদ বিপিএল থেকে পিএসএলে পারিশ্রমিক কম পাবেন। এবারের বিপিএলে দুজনেই ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা।
অন্যদিকে পিএসএলে তারা দুজনেই ছিলেন সিলভার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। এতে বিপিএলের থেকে পিএসএলে অর্ধেক পারিশ্রমিক পাবেন এই দুই তারকা।
একনজরে তিন ক্রিকেটারের পারিশ্রমিক-
খেলোয়াড় | ক্যাটাগরি | মূল্য |
নাহিদ রানা | গোল্ড | ৫০ হাজার ডলার বা ৬০ লাখ টাকা |
লিটন দাস | সিলভার | ২৫ হাজার ডলার বা ৩০ লাখ টাকা |
রিশাদ হোসেন | সিলভার | ২৫ হাজার ডলার বা ৩০ লাখ টাকা |
এবারের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দেন ৩৯ জন ক্রিকেটার। সেখান থেকে এই ৩ জন দল পেয়েছেন। ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিনও দল পাননি।
উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের দশম আসর। এরপর ২৯ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৫/বিটি