বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজ ছাড়া ‘কাটার মাস্টার’ এবং ‘দ্য ফিজ’ নামেও পরিচিত তিনি। মূলত বোলিংয়ে তার ধারালো কাটারের কারণেই তাকে ‘কাটার মাস্টার’ মাস্টার বলা হয়ে থাকে। তবে তার ‘ফিজ’ নামটা কীভাবে এলো? এবার সেটা জানালেন নিজেই।
যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে সেখানে অবস্থান করছে বাংলাদেশ দল। এর আগে বিসিবির নিকট ভিডিও বার্তায় বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (রবিবার) বিসিবির ফেসবুক পেজে মুস্তাফিজের সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি ‘ফিজ’ নাম কীভাবে পেয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন।
মুস্তাফিজ বলেন, আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশন কখন, সেখানে সবার নাম থাকে। সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে এটা চলতেছে।’
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন মুস্তাফিজ। এরপর আর পেছনে ফিরে তাকাকে হয়নি তাকে। রাতারাতি বাংলাদেশের ক্রিকেটের তারকা বনে যান তিনি।
২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান মুস্তাফিজ। হায়দরাবাদের হয়ে সেই আসরে ১৭ উইকেট নেন কাটার মাস্টার। আর সেসময় ‘ফিজ’ নামটা আরো বেশি পরিচিতি পায়।
আরও পড়ুন: পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে এলো হায়দরাবাদ
ক্রিফোস্পোর্টস/১৯মে২৪/বিটি