রাত পোহালে বাংলাদেশসহ উপমহাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কিন্তু একদিন আগেই ঈদুল আজহা উদযাপন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ মিশনে বর্তমান ওয়েস্ট ইন্ডিজে রয়েছে টাইগাররা। তাই সেখানেই ঈদ উদযাপন করেছে ক্রিকেট দল।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সেখানে আজ রবিবার (১৬ জুন) পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। খেলার কারণে দূরে থাকলেও সেন্ট ভিনসেন্টের একটি হোটেলে নিজেদের মতো করে উৎসবটি পালন করেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
সেন্ট ভিনসেন্টের এক হোটেলে ঈদের নামাজ আদায় করেন সাকিব-মুস্তাফিজরা। এরপর সামাজিক মাধ্যমে নিজেদের আনন্দমুখর ছবি পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানান সবাই।
তানজিম সাকিব তো সিনিয়র সাকিবকে নিয়ে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবিতে বেশ মুগ্ধ হয়েছে ভক্তরা। কেউ কেউ লিখেছেন, সাকিব-সাকিব জুটিতে এগিয়ে যাক বাংলাদেশ।
দলের ভরসার পেসার শরিফুল ইসলাম ফেসবুক পোস্টে ছবি দেয়ে সেখানে লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদুল আজাহার শুভেচ্ছা। আপনার পাশের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করুন। ঈদ মোবারক।’
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন লেখেন, ‘ঈদ মোবারক, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা।’
এদিন টাইগারদের জন্য বিশেষ খাবার রান্না করে দেন সেখানকার একজন মুসলিম। এক টেবিলে বসে সবাইকে নানা পদের খাবার খেতে দেখা যায়। এদিকে বাংলাদেশে যখন ঈদ উদযাপিত হবে তখন মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে নেপালের বিরুদ্ধে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নেপাল : এক নজরে সম্ভাব্য একাদশ
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/এজে