Connect with us
ক্রিকেট

তামিম ইকবাল যেভাবে ফিরে আসলেন মেলবোর্নে

Tamim Iqbal 2018 one handed bat
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেট পড়ার পর এক হাতে ব্যান্ডেজ নিয়ে উইকেটে এসেছিলেন তামিম ইকবাল। যদিও তার ঘন্টা দুয়েক আগেই বাংলাদেশ দলের চিকিৎসক জানিয়েছিলেন গোটা আসরের জন্য ছিটকে গিয়েছেন তামিম। তবে দলের প্রয়োজনে সেবার আহত অবস্থায় মাঠে আসেন; এক হাতে করেছিলেন ব্যাট।

তামিম ইকবালের সেই স্মৃতি এত সহজে ভুলে যাওয়ার নয় ক্রিকেটপ্রেমীদের। যেই ম্যাচে উইকেটের অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিম স্কোরবোর্ডে যোগ করেছিলেন ৩২ রান। শেষ পর্যন্ত তামিমের বীরত্বগাথা সেই ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে যেন আরও একবার ফিরে আসলো তামিম ইকবালের স্মৃতি।

সেই তামিম যেন এবার ফিরেছিলেন অ্যাস্টন অ্যাগারের রূপে। যেখানে দ্বিতীয় ইনিংসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পতনের পর চোট পাওয়া কাধ নিয়ে মাঠে নামেন অ্যাগার। অনেকটা তামিমের মত করেই এক হাতে মোকাবেলা করেন প্রতিপক্ষ বোলারের ছোড়া ৫ বল। উইকেটের অপর প্রান্তে থাকা জোয়েল কার্টিস ১৫ রান যোগ করেন স্কোরবোর্ডে।

Ashton agar one handed bat

অ্যাস্টন অ্যাগারের এক হাতের ব্যাটিং।

যদিও অ্যাস্টন অ্যাগারের এই বিরক্ত তামিম ইকবালের মত তার দলকে জেতাতে পারেনি। তবে দলের প্রয়োজনে কঠোর মানসিকতা সঙ্গ করে একহাতে বল মোকাবেলা করার দিক থেকে এই দুই ক্রিকেটারকে এক করাই যায়। আর অ্যাগারের এমন কাণ্ডে আবারো ক্রিকেট ভক্তদের মনে পড়ে গেছে, ছয় বছর আগের সেই তামিম ইকবালের হাত গ্লাভসে ব্যান্ডেজ করে মাঠে নামার দৃশ্য।

আরও পড়ুন:

» আইপিএল মেগা নিলাম : চেন্নাইয়ের রাডারে আছেন যারা

» অনুশীলনের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় কোচ

তামিম প্রথমবারের মত এমন ঘটনা ঘটিয়েছিলেন তা নয়। তার আগেও ২০০৯ সালে গ্রায়েম স্মিথ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে একটি টেস্ট ম্যাচ বাঁচাতে ভাঙ্গা হাত নিয়ে মাঠে নেমেছিলেন। এর আগে ১৯৮৪ সালে ইংল্যান্ড টেস্টে উইন্ডিজদের ৯ উইকেট পতনের পর গোমেজ প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করলে চোট আক্রান্ত মারশাল ব্যাট হাতে মাঠে নেমে সবাইকে অবাক করে দেন।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট