আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। আগামী জুন মাস থেকেই উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে চার-ছয়ের ধুন্ধুমার লড়াই। বৈশ্বিক ক্রিকেটের নবম আসরকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের দল গোছাতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে বিভিন্ন দেশ যেখানে পিছিয়ে নেই বাংলাদেশও। বিসিবি কর্তা ও সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, আগামী জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপের দল গোছানোর কাজ শুরু করা উচিত টাইগারদের।
আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন সুজন। এ বিসিবি কর্তার মত, ‘আগামী বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়েই দল গোছানোর কাজ শুরু করা উচিত। কোচ, ম্যানেজমেন্ট, সিলেক্টর৷ অধিনায়ক যাদের উপর ভরসা রাখে শুধু তাদেরই সুযোগ দেওয়া উচিত। দুইটা ম্যাচ একে দিয়ে খেলানো, বাকি দুই ম্যাচ আরেকজনকে দিয়ে খেলালে হবে না। পরে পাঁচ নম্বর ম্যাচে কাকে সুযোগ দিবেন। পরে যদি দেখা যায় দু’জনেই ফেইল করলো। এতে বরং তাদের কনফিডেন্স নষ্ট হবে। এর চেয়ে বরং চার ম্যাচেই সুযোগ দিলে দুই ম্যাচে ফ্লপ করলেও বাকি ম্যাচগুলোতে কামব্যাকের সুযোগ থাকে।’
জিম্বাবুয়ে সিরিজের আগেই অবশ্য কাল থেকে ফের মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। কাল মুখোমুখি হবে আবাহনী-প্রাইম ব্যাংক যেখানে দুই দল ছাড়াও সবার নজর থাকবে সুজন-সালাউদ্দিন দুই কোচের উপরও।
সালাউদ্দিনের সাথে তার মাঠের লড়াই নিয়ে সুজন বলেন, ‘বিপিএলে ওর মুখোমুখি হলে তখন আমার মনে হয় কোচ হিসেবে আমি ওর কাছাকাছিও না। ঢাকা টিম নিয়ে এরপরও ওর কুমিল্লাকে আমি হারিয়েছি। যদিও এটা দলের উপর ডিপেন্ড করে ফলে তখন একটা পার্থক্য থাকে। কিন্তু ডিপিএলে আমরা কাছাকাছিই থাকি। অবশ্য সালাউদ্দিন যে দেশের অন্যতম সেরা একজন কোচ এতে কোন সন্দেহ নেই। ডিপিএলে গত কয়েক বছরে ও আমার সাথে পেরে ওঠেনি। কিন্তু বিপিএলে ও আমার চেয়ে অনেক শক্তিশালী দল নিয়ে খেলে’ – যোগ করেন সুজন।
আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ দলে হার্দিকের জায়গা হবে?
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এমএস/এমটি