আগামী ১ জুন মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৮ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। তবে তার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আর এই সিরিজের সরাসরি সম্প্রচার নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। অবশেষে জানা গেল কোথায় সরাসরি দেখা যাবে এই সিরিজের ম্যাচগুলো।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি।
আগামীকাল মঙ্গলবার (২১ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। পরবর্তী দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। এই সিরিজেরে সবগুলো ম্যাচ টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
এই ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ১৫ ডলার বা বাংলাদেশি ১৭৫০ টাকা খরচ করলেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে দর্শকরা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্র সিরিজে অংশ নিতে কয়েকদিন আগেই দেশ ছেড়েছে টাইগাররা। মূলত বাংলাদেশের বিশ্বকাপ দলে যারা রয়েছেন তারাই খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে এই সিরিজে বিশ্রামে থাকবেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে সুযোগ পাবেন বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে থাকা হাসান মাহমুদ। এছাড়া আরেক রিজার্ভ ক্রিকেটার আফিফ হোসেনও এই সিরিজে সুযোগ পাবেন।
আরও পড়ুন: আইপিএলকে বিদায় জানাবেন ধোনি? কি বলছে চেন্নাই
ক্রিফোস্পোর্টস/২০মে২৪/বিটি