গতকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে। এবারের আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার ঘাটতির কারণে ভেন্যু পরিবর্তন হয়েছে। যদিও আয়োজক দেশ হিসাবে বাংলাদেশেরই নাম রয়েছে।
গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটিশদের ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেন নিগার সুলতানা জ্যোতিরা। সেই সাথে বিশ্বকাপে ১০ বছরের জয়খরা কাটয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারের বিশ্বকাপ সরাসরি দেখাবে বিভিন্ন চ্যানেল এবং অনলাইন প্লাটফর্মে। বাংলাদেশি দর্শকেরা নাগরিক টিভিতে সরাসরি এই আসরটি দেখতে পারবেন। এছাড়াও ট্রফি অ্যাপে সরাসরি মেয়েদের বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশের মেয়েরা, বলছেন আসিফ মাহমুদ
দক্ষিণ আফ্রিকার দর্শকরা সুপার স্পোর্ট ক্রিকেট এবং সুপার স্পোর্ট আফ্রিকা এবং তাদের বিভিন্ন অনলাইন প্লাটফর্মে সরাসরি এবাবের নারী বিশ্বকাপ দেখতে পারবেন।
পিটিভি ও টেন স্পোর্টসে পাকিস্তানি দর্শকরা ঘরে বসে এ আসরটি সরাসরি দেখতে পারবেন। মহারাজা টিভিতে শ্রীলঙ্কায় বসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে। এছাড়াও টিভি ওয়ানের ওয়েবসাইটেও সরাসরি দেখাবে মেয়েদের এই বিশ্বকাপে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় বসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে উইলো টিভিতে। ক্যারিবিয়ান দর্শকরা খেলা দেখতে পারবেন ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপে।
প্রথমবারের মতো ডিজনি প্লাস আইসিসির পুরো টুর্নামেন্ট দেখাবে ইএসপিএন প্লে অ্যাপে। সেখানেও খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/০৪ অক্টোবর ২৪/এইচআই