Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সমর্থক রবিকে হেনস্তার অভিযোগ কতটা সত্যি?

Bangladeshi Fan
টাইগার রবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত মধ্যকার কানপুর টেস্টে বাংলাদেশের সমর্থক ‘টাইগার রবি’ কে মারধর করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে কানপুর পুলিশ। শারিরীক অসুস্থতার কারণেই নাকি মাটিতে পড়ে যান টাইগার রবি। এক ভিডিও বার্তায় টাইগার রবিও অসুস্থতার কথা নিশ্চিত করেন।

প্রথম আলো থেকে জানা যাই, কানপুর কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে আজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) নিচে পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর তাঁকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি(রবি) অনেকটা ভালো অনুভব করছেন।’ এরপর তিনি দাবি করেন, ‘মারামারি কারণে তিনি পড়ে গেছেন এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কোনো সমর্থক তাঁকে আঘাত করেনি।’

চেন্নাই টেস্টেও ভারতীয় দর্শকের থেকে নানা ভাবে হেনস্তার শিকার হোন বলে দাবি করেন টাইগার রবি। সেদিনও ভারতীয় পুলিশে সেই অভিযোগ কে মিথ্যা বলেছেন।

সংবাদসংস্থা পিটিআই এক্সে পোস্ট করে জানিয়েছিল, ‘ কিছু ব্যক্তি বাংলাদেশের ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে মেরেছেন বলে অভিযোগ করা হয়েছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে৷ তাকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশের সহায়তায়৷ বিস্তারিত জানার জন্য অপেক্ষা করুন৷’

এই পুলিশকর্মকর্তা বলেন, ‘কানপুরে গোটা স্টেডিয়ামে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হবে৷’

গত সোমবার গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনের রাস্তায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে হিন্দু মহাসভার কিছু কর্মী যজ্ঞ করে৷ এরপর ২০ জন হিন্দু মহাসভা নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশ চান্দের বলেছেন,’দুই দলের খেলোয়াড়দের কড়া নিরাপত্তার সাথে হোটেল থেকে মাঠে নিয়ে আসা হচ্ছে। দর্শকদেরও নিরাপত্তা দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের ভিতরে এক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ ক্রিকেটার ও ভিআইপি-দের জন্য দুই হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ করে হয়েছে।’

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট