অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর এবার বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। ২ বছরের চুক্তিতে তাসকিন-শরিফুলদের নিয়ে কাজ করবেন তিনি। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্দ্রে অ্যাডামস প্রায় এক দশক ধরে যুক্ত আছেন কোচিংয়ের সঙ্গে। বাংলাদেশে আসার আগে তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড হোয়াইট ফার্ন্সের বোলিং কোচ হিসেবে। ২০১৫ সালে অকল্যান্ড ক্রিকেট ক্লাবের বোলিং কোচ হিসেবে যোগ দেন। পরের মৌসুমেই অকল্যান্ড ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পান আন্দ্রে অ্যাডামস।
কেমন ছিল আন্দ্রে অ্যাডামসের ক্রিকেট ক্যারিয়ার
২০০১ সালে নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছিল আন্দ্রে অ্যাডামসের। পরের বছরই ডাক পান কিউইদের টেস্ট দলে। যদিও কেবল এক টেস্ট খেলার সুযোগ পান ক্যারিয়ারে। নিউজিল্যান্ডের হয়ে ৪২ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন অ্যাডামস। এই সময়ে পাঁচের কিছু বেশি ইকোনমিতে বল করে তিনি শিকার করেন ৫৩ উইকেট।
এছাড়া নিজের খেলা একমাত্র টেস্ট ম্যাচে ইংলিশদের বিপক্ষে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সবশেষ ২০০৫ সালে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তার। ৪ ম্যাচ খেলে তিনি পেয়েছিলেন ৩ উইকেট। তবে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে উজ্জ্বল ছিলেন তিনি। ১৬৫ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি শিকার করেছেন ২০৯ উইকেট।
আরও পড়ুন: বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ কে এই ডেভিড হ্যাম্প?
ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এফএএস