চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সুপার এইটে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করেছে। কেননা সেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এমন শক্তিশালী প্রতিপক্ষের ভিড়ে কেমন খেলবে বাংলাদেশ, ধারণা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।
সুপার এইটে অন্তত ২টি দলকে পেছনে ফেলে সেমিতে ওঠা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হবে বাংলাদেশের জন্য। তবে মুশফিকের বিশ্বাস এই গ্রুপ থেকেও সেমিফাইনাল খেলার সামর্থ্য রয়েছে দলটির।
সোমবার (১৭ জুন)ঈদের নামাজ শেষে নিজ জেলা বগুড়াতে গণমাধ্যমের মুখোমুখি হন মুশফিক। তখন বাংলাদেশের সেমিতে খেলার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘যতদূর দেখলাম ভালোই খেলছে বাংলাদেশ। অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেন যেতে পারি। সেমিতে যাওয়ার সামর্থ্য আমাদের আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।’
আরও পড়ুন:
» সুপার এইটে বাংলাদেশের ভালো খেলার উপায় বলে দিলেন তামিম
» টি-টোয়েন্টি বিশকাপ ২০২৪ : সুপার এইটের সময়সূচি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। তাই আপাতত জাতীয় দলের সঙ্গে না থাকলে বিশ্বকাপ পরবর্তী পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিজ্ঞ সিনিয়র, ‘বিশ্বকাপের পর পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে। ইনশাআল্লাহ সেই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
সবশেষ সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরীব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি সালামতে ও নিরাপদে কোরবানি করেন।’
আগামী ২১ জুন থেকে সুপার এইটের মিশনে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২২ জুন ভারত ও ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা।
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/বিটি