Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?

nassau county usa stadium
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

রাত পোহালেই মার্কিন মুলুকে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। তবে এর আগে বৈরি আবহাওয়ার কারণে বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচে ভেস্তে গেছে। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ।

এই ম্যাচ ঘিরে মার্কিন আকাশে বৈরি আবহাওয়া নিয়ে সঙ্কা তৈরি হলেও তা আপাতত নেই। বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় আবহাওয়া রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

সেখানে দিনের তাপমাত্রা থাকবে প্রায় ২৮ ডিগ্রি। এছাড়া ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে মৃদ্যু বাতাস বইবে। দিনের অধিকাংশ সময়ই আকাশ পরিস্কার থাকবে। তবে রাতের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন : 

» বিশ্বকাপের আগে মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে চেন্নাই

» ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ইনিংস আজও ভুলতে পারেননি রশিদ

» বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে থাকছেন কারা?

জানা গেছে, নাসাউ কাউন্টিতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ, তাও সকালে। এছাড়া রাতে বৃষ্টির সম্ভাবনা ৪ শতাংশ। ক্রিকেটা খেলার জন্য এটি ভালো আবহাওয়া।

অন্যন্য প্রস্তুতি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা না হলেও এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ থেকে একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারের সুযোগ পেয়েছে নাগরিক টিভি। আর এই চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচটি

এছাড়া স্টার স্পোর্টস, আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।

ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট