
গেল কিছুদিন ধরেই আলোচনা চলছিল মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেয়া প্রসঙ্গে। এবার গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন এই টাইগার ক্রিকেটার। এরপর থেকেই সতীর্থ ক্রিকেটার ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের আরেক তরুণ সতীর্থ তাওহীদ হৃদয়। মাহমুদউল্লাহর বিদায়ে বার্তা প্রেরণ করলেন তিনি। যেখানে নিজের শৈশবের কথাও উল্লেখ করেছেন হৃদয়। মাহমুদউল্লাহকে নিজের প্রার্থনায় রাখার কথা বলেছেন সেই বার্তায়।
নিজের ফেসবুক পোস্টে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি।’
আরও পড়ুন:
» মাহমুদউল্লাহকে বিদায়ী বার্তা দিয়ে যা বললেন সাকিব
» নাটকীয় ম্যাচে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল
হৃদয় আরও লিখেছেন, ‘আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা!’ সেই পোস্টে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে নিজের এক ছবি প্রকাশ করেছেন তাওহীদ হৃদয়।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই মাহমুদউল্লাহ রিয়াদকে অবসরে পাঠানো নিয়ে কথা চলছিল। তবে কাউকে আর আলোচনার সুযোগ না দিয়ে সামাজিক মাধ্যম ব্যবহার করেই নিজের অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর কিছুদিন আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এফএএস
