Connect with us
ক্রিকেট

চোট কাটিয়ে পরের ম্যাচে খেলবেন কিনা জানালেন হৃদয়

Towhid Hridoy batting with injury
চোট নিয়ে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ বরণ করেছে বাংলাদেশ দল। যেখানে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে টাইগাররা। টুর্নামেন্টে নিজেদের আশানুরূপ সূচনা না হলেও কিছু প্রাপ্তি ছিল এই ম্যাচে। যেখানে দলের চাপের মুখেও অসাধারণ সেঞ্চুরি নিজের সক্ষমতার জানান দিয়েছেন তাওহিদ হৃদয়।

এদিন মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ। সে সময় জাকের আলীকে সঙ্গে নিয়ে দেড় শতাধিক রানের জুটি গড়েন তিনি। অবশ্য এর মাঝে নিজের পায়ের ইনজুরিতে ভুগতে দেখা যায় এই টাইগার ক্রিকেটারকে। তবুও দমে যাননি তিনি; খেলেন হার না মানা ১০০ রানের ইনিংস। এতে লড়াই করার মত ২২৮ রানের সম্মানজনক একটা পুঁজি পায় বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে হৃদয় জানান তার ক্র্যাম্পের সমস্যা না থাকলে আরো দূরে এগিয়ে যেতে পারতেন তিনি। দলকে রাখতে পারতেন ভালো কোথাও। নিজের চোটের সমস্যার কারণে অন্তত ২০ থেকে ৩০ রান কম করতে পেরেছেন বলে মনে করেন হৃদয়। তবে পরের ম্যাচে ফিরে আসতে চান যতই কষ্ট হোক না কেন।

আরও পড়ুন:

» প্রথম সেঞ্চুরি করেও আক্ষেপের কথা শোনালেন হৃদয়

» পরাজয়ের ম্যাচেও হার্শার প্রশংসা পেলেন হৃদয়

ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাস করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন‍্য আরও ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই, তারজন‍্য যতো কষ্টই সহ‍্য করতে হোক না কেনো’

চোট নিয়ে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘(এখন) আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কাছে মনে হয় আমার ক্র্যাম্পিংটাই সমস্যা করেছে। আমি ঠিক থাকলে ২০-৩০ রান বেশি করতে পারতাম। সামনে এমন সুযোগ এলে সেটা চেষ্টা করব ইনশাল্লাহ।’ উল্লেখ্য বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে খেলা হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট