Connect with us
ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ে হৃদয়-জাকেরের লম্বা লাফ, তাসকিনের উন্নতি

Hridoy-Zaker make big jump in ICC rankings, Taskin improves
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হৃদয়-জাকের-তাসকিন। ছবি- আইসিসি

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দুটো ম্যাচেই বেশ বাজেভাবে হেরেছে টাইগাররা। এমন হারের পেছনে দায়টা যাবে ব্যাটারদের কাঁধেই। দুটো ম্যাচেই ধসে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তবে অন্যান্যদের ব্যর্থতার মাঝেও জ্বলে উঠেছিলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। যার ফলাফলও পেয়েছেন এই দুই ব্যাটার।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছেন জাকের ও হৃদয়। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন এই দুই তারকা। এছাড়া বোলারদের মধ্যে উন্নতির মুখ দেখেছেন তাসকিন আহমেদ।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হৃদয়। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন এই তারকা। ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১৮ ধাপ উন্নতি করেছেন তিনি। ৪৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন এই টাইগার ব্যাটার।

Tawhid Hridoy scored a century against India

ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তাওহীদ হৃদয়। ছবি- আইসিসি

আরও পড়ুন:

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের জন্য দুঃসংবাদ

» আফগানদের রানের পাহাড়, জিততে পারবে তো ইংল্যান্ড?

অন্যদিকে জাকের আলী দুটো ম্যাচেই ধারাবাহিক পারফর্ম করেছেন। ভারতের বিপক্ষে ফিফটির দেখা পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানের জন্য ফিফটি মিস করেন। ২ ইনিংস মিলিয়ে ১১৩ রান এসেছে তার ব্যাট থেকে। আর তাতেই বড় উন্নতির মুখ দেখেছেন এই টাইগার ব্যাটার।

র‍্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়ে সেরা একশ ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন জাকের। ৪২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৪ নম্বরে অবস্থান করছেন এই টাইগার ব্যাটার। এছাড়া অন্যান্য ব্যাটাররা কেউ উন্নতির মুখ দেখেনি। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে থাকা নাজমুল হোসেন শান্ত ২ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন।

এছাড়া মুশফিকুর রহিম ৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে, মাহমুদউল্লাহ রিয়াদ ৭ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে, মেহেদি হাসান মিরাজ ৭ ধাপ পিছিয়ে ৭৫, লিটন দাস ৭ ধাপ পিছিয়ে ৭৮ এবং সৌম্য সরকার ৯ ধাপ পিছিয়ে ৮৪ নম্বরে অবস্থান করছেন।

আরও পড়ুন:

» বাংলাদেশ ম্যাচ নিয়ে সতর্ক অবস্থানে পাকিস্তান

» আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ 

অন্যদিকে বোলারদের তালিকায় উন্নতির মুখ দেখেছেন তাসকিন আহমেদ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আহামরি কোনো পারফরম্যান্স করতে না পারলেও বাংলাদেশের সেরা বোলার ছিলেন তিনিই। ২ ম্যাচে শিকার করেছেন ২টি উইকেট, যেখানে তার ইকোনমি ছিল মাত্র ৪।

Taskin Ahmed

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিনের। ছবি- এপি

তাসকিন বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৫৩০। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই শীর্ষে আছেন।

এছাড়া কেউই উন্নতি করতে পারেননি, মিরাজ ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে, শরিফুল ইসলাম ৩ ধা পিছিয়ে ৪৩ নম্বরে, নাসুম আহমেদ ৭ ধাপ পিছিয়ে ৭১ নম্বরে আছেন। তবে মুস্তাফিজের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। তিনি আছেন ৩৬ নম্বরে।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট