আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। মাত্র ৪৮ টেস্ট খেলেই এমন কীর্তি গড়েছেন এই স্পিনার। এ নিয়ে তাকে অভিনন্দন জানিয়ে এক বিশাল বার্তা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
সোমবার (২১ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাইজুল নিয়ে এক পোস্টে তামিম লেখেন, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন।’
টেস্টে এমন সাফল্যের পরও পর্যাপ্ত মর্যাদা পান না তাইজুল। টেস্টের বাইরে সীমিত ওভারের ক্রিকেটে তেমন সুযোগ পাননি এই স্পিনার। এ নিয়ে বিভিন্ন সময়ে আফসোস করতে দেখা গেছে তাকে। এবার এ নিয়ে কথা বলেছেন তামিমও। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মনে করেন, তাইজুল তার প্রাপ্য মর্যাদা পান না।
আরও পড়ুন:
» ‘ট্রল থেকে স্টার হওয়া’ প্রসঙ্গে যা বললেন তাইজুল ইসলাম
» মিরপুরে একদিনে পড়ল ১৬ উইকেট, যা বললেন রাবাদা
» অভিষেক ম্যাচে ৯ উইকেট নিয়ে ইতিহাস, কে এই বোলার
এ নিয়ে তিনি তার পোস্টে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’
তিনি আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়ত তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’
তবে তামিমের মতে সে বাংলাদেশের এক অমূল্য সম্পদ, ‘তাইজুলের পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ।’
উল্লেখ্য,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আজ (সোমবার) আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান তাইজুল। তার ফাইফারের কল্যাণে ১৪০ রানেই প্রোটিয়াদের ৬টি উইকেট তুলে নিতে সক্ষম হয় টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/বিটি