অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গত বছর প্রথম শিরোপার দেখা পায় বাংলাদেশ। বছর না ঘুরতেই যুবা টাইগারদের ট্রফি কেবিনেটে যুক্ত হয়েছে আরেকটি এশিয়া কাপ ট্রফি। টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা হয়ে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বড় সুখবর পেলেন যুব দলের ক্রিকেটাররা।
গতকাল রবিবার (৮ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটিকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে যুবা টাইগাররা। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছে আজিজুল হাকিম তামিমের দল।
আজ সোমবার (৯ ডিসেম্বর) এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের সাক্ষরিত এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে, সকলের দেখার সুযোগ থাকছে
» ট্রফি নিয়ে মেসিকে অনুকরণ করলেন এশিয়ার চ্যাম্পিয়নরা
বিবৃতিতে বলা হয়েছে, ‘অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।’
গতকাল দুবাইয়ে হাইভোল্টেজ ফাইনালে প্রথমে ব্যাট করে ১৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। মাঝারি সংগ্রহ ডিফেন্ড করতে নেমে শক্তিশালী ভারতকে ১৩৯ রানেই অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। এর আগে ২০২৩ আসরের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল যুবা টাইগাররা। তবে প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় ১৯৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল মাহফুজুর রহমান রাব্বির দল।
এদিকে, এশিয়া কাপের শিরোপা নিয়ে আজ আজ (সোমবার) রাতে দেশে ফিরবেন আজিজুল হাকিম তামিমরা। আজ রাত এগারোটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তারা। এরপর এশিয়ার সেরাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। পরবর্তীতে ডিনারের ব্যবস্থাও থাকবে।
তবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরস্কারের ঘোষণা আসলেও ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। মূলত বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিদেশে থাকায় এখনো কোনো ঘোষণা আসেনি। তিনি দেশে ফিরলে বোর্ড থেকেও মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেতে পারেন যুবারা।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/বিটি