যেখানে বৃষ্টির অপেক্ষায় গোটা বাংলাদেশ আর ভারতের কিছু অংশ। সেখানেই সেই বৃষ্টিই ভাসিয়ে নিলো গুজরাট টাইটান্সকে। আইপিএলে গতকাল রাতের ম্যাচে বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। ফলে বৃষ্টির সুবাদ পয়েন্ট ভাগাভাগি হলে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল কামিন্সের সানরাইজার্স।
এদিকে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে একমাত্র চেন্নাই ছাড়া ১৫ বা তার বেশি পয়েন্ট তোলা আর কোনো দলের পক্ষে সম্ভব না। এই ম্যাচে ১ পয়েন্ট পেয়ে আইপিএলের প্লে-অফে জায়গা সহজেই দখল করে ফেলে ট্রাভিস হেডরা। রাত ১০.১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল যাত্রা শেষ করলো গুজরাট।
গতকাল বিকাল থেকে টানা বৃষ্টি হয় হায়দরাবাদে। কখনো হালকা কখনো মাঝারি আবার মাঝে মাঝে বৃষ্টি থেমে গিয়েছিল। ৮টায় টস করে ১৫ মিনিট পর খেলা শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পুনরায় বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়াইনি। যার ফলে দুই দল মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।
আরও পড়ুন: মুম্বাই-লক্ষ্ণৌর ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৭ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এইচআই/এজে