Connect with us
ক্রিকেট

বড় সংগ্রহের ম্যাচে দিল্লিকে হারিয়ে হায়দরাবাদের টানা চার জয়

IPL_Delhi Capitals vs Sunrisers Hyderabad
দিল্লিকে ৬৭ রানে হারিয়েছে হায়দরাবাদ। ছবি- সংগৃহীত

চলমান আইপিএলে রীতিমত উড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ চার ম্যাচে হায়দরাবাদের টানা চার জয়সহ ৭ ম্যাচ খেলে ৫ টিতেই জয় তুলে নিয়েছে অরেঞ্জ আর্মিরা। পাশাপাশি ব্যাটারদের ব্যাটিং তান্ডবে একের পর এক রেকর্ড গড়ছে দলটি।

শনিবার (২০ এপ্রিল) আসরের ৩৫ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৬৬ রান সংরগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ১৯.১ ওভারে ১৯৯ রান করে অলআউট হয়ে যায় দিল্লি। ৬৭ রানে জয় পায় অরেঞ্জ আর্মিরা।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই তাণ্ডব চালানো শুরু করে দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। দলীয় পঞ্চম ওভারেই আইপিএলের দ্রুততম শতক তুলে নেয় তারা। আর পাওয়ার প্লে শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৫ রান, যা আইপিএল এবং বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান।

তবে ইনিংসের ৭ম ওভারে কুলদীপ যাদবের কল্যাণে প্রথম উইকেটের দেখা পায় দিল্লি। ১২ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অভিষেক। একই ওভারে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা এইডেন মার্করামও ফিরে যান।

দলীয় ১৫৪ রানের মাথায় আবারো আঘাত হানেন কুলদীপ। তার এবারের শিকার ট্রাভিস হেড। ফেরার আগে ৩২ বলে ৮৯ রানে দানবীয় এক ইনিংস খেলেন তিনি। হেড ফিরে যাওয়ার পরের বলেই আউট হয়ে যান হেনরিখ ক্লাসেন।

দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা থমকে যায় হায়দরাবাদের রানের চাকা। পরবর্তীতে নিতিশ কুমার রেড্ডির ২৭ বলে ৩৭ এবং শাহবাজ আহমেদের ২৯ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ২৬৬ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। দিল্লির হয়ে কুলদীপ যাদব ৪ টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে হায়দরাবাদের বোলারদের ওপর চড়াও হন পৃথ্বী শ। তবে ৪ বলে টানা চারটি ৪ মারার পর পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। পরেই ওভারেই ফিরে যান আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

এরপর ম্যাচের হাল ধরেণ অজি তরুণ জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও অভিষেক পরেল। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে ভালোই এগোচ্ছিলো দিল্লি। কিন্তু দলীয় ১০৯ রানের মাথায় জেইক ফ্রেজার আউট যান। ফলে ভেঙে যায় তাদের ৩০ বলে ৮৪ রানের জুটি। আউট হওয়ার আগে ১৮ বলে ৬৫ রান করেন তিনি।

Jake Fraser-McGurk made a 15-ball fifty

মাত্র ১৫ বলে অর্ধশতক তুলে নেন জেইক ফ্রেজার। ছবি- সংগৃহীত

এর কিছুক্ষন পর পরেল ২২ বলে ৪২ রান করে ফিরে গেলে ম্যাচ থেকে কিছুটা ছিটকে যায় দিল্লি। পরেল ফিরে গেলে থেমে যায় দিল্লির রানের চাকা।

এরপর ঋষভ পন্তের ৩৫ বলে ৪২ রানের ধীরগতির ইনিংসে শেষ ১৯.১ ওভারে ১৯৯ রান করে গুটিয়ে যায় দিল্লি। হায়দরাবাদের হয়ে টি নাটরাজেন ৪ টি এবং নিতিশ কুমার ও মায়াঙ্ক মারকান্দে ২ টি করে উইকেট শিকার করেছেন।

এই নিয়ে হায়দরাবাদের টানা চার জয় এবং মোট ৫ জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে দলটি। সমান ম্যাচ খেলে ৬ জয়ে টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন: আইপিএলে আবারো হায়দরাবাদ ঝড়, গড়লো বিশ্বরেকর্ড 

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট