আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান ছিল ২৬৩। যা পূর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে ছিল। এই রেকর্ড ভেঙে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এখন সানরাইজার্স হায়দরাবাদের দখলে।
বুধবার (২৭ মার্চ) আসরের অষ্টম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৭৭ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এদিন হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ওপেনার ট্রাভিস হেডের কল্যাণে ঝোড়ো শুরু পায় স্বাগতিকরা। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৮১ রান তুলে নেয় দলটি। এরপর মাত্র ১৮ বলে নিজের অর্ধশতক তুলে নেন হেড।
হেড ২৪ বলে ৬২ রান করে ফিরে গেলে ঝড় তুলেন অভিষেক শর্মা। মাত্র ১৬ বলে তুলে নেন অর্ধশতক, যা এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি। অভিষেক ২৩ বলে ৬৩ রান করে ফিরে গেলে পরবর্তীতে ঝড় তুলেন এডেইন মার্করাম ও হেনরিখ ক্লাসেন।
এই দুই প্রোটিয়া তারকার ৫৫ বলে ১১৬ রানের জুটিতে ২৭৭ রানের বিশাল পুজি পায় হায়দরাবাদ। শেষ পর্যন্ত ক্লাসেন ৩৪ বলে ৮০ এবং মার্করাম ২৮ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন তিনজন বোলার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বিসিবি
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এমটি