
গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছিলেন বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি সভাপতির আসনে বসেন। এক সময় প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করা ফারুকের প্রতি প্রত্যাশার পারদ ছিল শুরু থেকেই বেশ উঁচু।
তবে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই নানা বিতর্কে জড়িয়ে ক্রীড়ামোদীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। আজ (রোববার) রাজধানীতে রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে এসে ফারুক তুলে ধরলেন শিখে চলার বার্তা।
ফারুক আহমেদ বলেন, আমি প্রতিনিয়ত শিখছি এবং উন্নতির চেষ্টা করছি। বোর্ড সভাপতির দায়িত্বে কিছু ভুল হতেই পারে। তবে যদি সবাই একসঙ্গে কাজ করি, নিঃসন্দেহে দারুণ কিছু অর্জন সম্ভব হবে।
আরও পড়ুন
» লিটনের পর এবার ছিটকে গেলেন আরেক তারকা ক্রিকেটার
» তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন ফিল সিমন্স
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফারুক। সেখানে তিনি রিমার্ক-হারল্যানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্রিকেট উন্নয়নে তাদের অবদানকেও গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তার প্রত্যাশা, ভবিষ্যতে ক্রিকেটে আরও বড় ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন ফারুক আহমেদ। বিপিএলে স্পট ফিক্সিং ইস্যু, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, এফডিআরের টাকা স্থানান্তরসহ একাধিক ঘটনায় তোপের মুখে পড়েছেন তিনি। পাশাপাশি প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু এবং তামিম ইকবালকে ঘিরে তৈরি হওয়া চাপ তার অবস্থান আরও দুর্বল করে দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ
