Connect with us
ক্রিকেট

বাংলাদেশে এসে খেলতে আমার খুব ভালো লাগে : অ্যালেক্স হেলস

Alex Hales loves coming to play in Bangladesh
অ্যালেক্স হেলস। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেশি। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের বড় আবেগ জড়িয়ে আছে। আর এ কারণেই কোনো ক্রিকেট ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতিও থাকে অনেক। আর এমন এক পরিবেশে খেলাটা প্রতিটা ক্রিকেটারই উপভোগ করে থাকেন। বিশেষ করে বিদেশি খেলোয়াড়েরা আরো বেশি উপভোগ করেন। এবার সেটাই জানিয়ে দিলেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। বাংলাদেশে এসে খেলতে বেশ উপভোগ করেন এই মারকুটে ব্যাটার।

২০২৫ বিপিএলে খেলতে বাংলাদেশে অবস্থান করছেন অ্যালেক্স হেলস। চলতি আসরে রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন তিনি। আসরের শুরুটা আশানুরূপ হয়নি তার। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দুই অঙ্কের রান ছুঁতে পারেননি হেলস। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে অপরাজিত ৪৯ রানের পর এবার চতুর্থ ম্যাচে এসে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার।

সোমবার (৬ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। এ ম্যাচে হেলসের সেঞ্চুরিতে ভর করে ২০৫ রান টপকে জয় তুলে নিয়ে রংপুর। ৫৬ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন হেলস, যেখানে ১০ চার ও ৭ ছক্কার মার ছিল।

আরও পড়ুন:

» এক নজরে সারা দিনের আলোচিত খেলার খবর (৬ জানুয়ারি ২০২৫)

» তারকা ক্রিকেটারকে ছাড়াই উইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির

ম্যাচসেরা ইনিংসের পর বাংলাদেশের প্রশংসায় মাতে হেলস। এমনকি বাংলাদেশ এসে ক্রিকেট খেলতে অনেক উপভোগ এই তারকা ওপেনার।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেলস বলেন, ‘এখানে খেলাটা খুব উপভোগ করছি। আজকের পিচটা খুবই ভালো ছিল। অনেকগুলো বাউন্ডারি হাঁকিয়েছি। সাইফের সঙ্গে জুটিটাও খুব ভালো হয়েছে। যেকোনো ভেন্যুতেই এত রান তাড়া করে জেতাটা খুব বড় ব্যাপার। আজকের পারফরম্যান্স নিয়ে অনেক সন্তুষ্ট।’

হেলস আরো বলেন, ‘বাংলাদেশে আসতে আমার খুব ভালো লাগে। দারুণ একটা দেশ। এখানে সবাই ক্রিকেট বেশ উপভোগ করে। খেলায় প্রচুর দর্শক আসে মাঠে। এ জায়গায় খেলতে আমি ভীষণ উপভোগ করি।’

প্রসঙ্গগত, ২০১৯ সালে প্রথমবার বিপিএল খেলতে এসেছিলেন অ্যালেক্স হেলস। সে আসরেও রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এমনকি নিজের প্রথম আসরে সেঞ্চুরিও করেছিলেন হেসল। এ নিয়ে বিপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অবশ্য সবশেষ আসরে খুলনা টাইগার্সের জার্সিতে খেলেছিলেন এই ইংলিশ তারকা।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট