
কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তপ্ত এই লড়াইয়ে রিয়ালের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে বার্সার ১৭ বছর বয়সী স্প্যানিশ প্রতিভা লামিনে ইয়ামাল জানালেন, এই জয়ে তার কোনো সংশয়ই ছিল না।
২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এর মধ্যে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫–২ এবং লা লিগায় ৪–০ গোলে রিয়ালকে পরাজিত করে কাতালানরা।
আরও পড়ুন
» রিয়ালের সামনে বড় সঙ্কট, কী আছে স্প্যানিশ ফুটবল আইনে?
» তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন ফিল সিমন্স
সর্বশেষ ফাইনালে গোল না করলেও ইয়ামাল দুইটি অ্যাসিস্ট করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো সময়জুড়ে রিয়ালের রক্ষণভাগে ভীতি ছড়িয়ে দেন এই তরুণ উইঙ্গার। ম্যাচের আগে হোটেলে সতীর্থ রোনাল্ড আরাউহোর সঙ্গে কথোপকথনে ইয়ামাল আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতেই জয় বার্সেলোনার হবে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে ইয়ামাল বলেন, হোটেলে আরাউহোর সঙ্গে কথা হচ্ছিল। তখন বলেছিলাম, আমরা একটা গোল পেলেই কিছু হবে না। আর যদি ওরা দুই গোল দিয়েও এগিয়ে যায়, তাহলেও চিন্তার কিছু নেই। এ বছর ওরা আমাদের রুখতে পারবে না। আমরা মাঠে সেটা প্রমাণ করেছি।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ
