Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে আপনাদের সমর্থনের প্রতিদান দিতে চাই: সাকিব

I want to repay your support in the World Cup: Shakib
আসন্ন বিশকাপ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন সাকিব। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে চার-ছয়ের ধুন্ধুমার লড়াইয়ের নবম আসর। ইতোমধ্যে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। বিশ্বকাপে ভক্ত-সমর্থকদের বাংলাদেশকে সমর্থন ও বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে এবার কথা বললেন সাকিব আল হাসান।

বর্তমানে নিজের পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দেশটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আসন্ন বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে কথা বলেন তিনি, ‘বিশ্বকাপ জেতার মত অবস্থায় আমরা আছি কি না, সেটা বলা কঠিন। তবে টি-টোয়েন্টিতে আসলে বড় দল ছোট দলের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। এখানে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। বিশ্বাসের সঙ্গে খেলতে পারলে আমরা ভালো করতে পারবো। শিরোপা জিততে পারবো কি না, আমি কিন্তু সেটা বলিনি।’

‘তবে আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই আর সেটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের সামনে বড় সুযোগ রয়েছে। আমাদের যে খুব বেশি ম্যাচ জিততে হবে বিষয়টি এমন নয়। আমরা আমাদের কাজ ঠিকভাবে করার ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের সমর্থন জুগিয়ে গেলে কেন নয়, আমরা নিজেদের নিয়ে বিশ্বাসী।’

বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়লেও কন্ডিশনের সহায়তা নিয়ে আশাবাদী সাকিব, ‘আমরা হয়তো কঠিন গ্রুপে পড়েছি কিন্তু টি-টোয়েন্টিতে বড় ছোট দলের তেমন পার্থক্য নেই। যে কোন কিছু ঘটতে পারে এখানে। অবশ্যই এটি একটি কঠিন প্রতিযোগিতা তবে এখানকার কন্ডিশন আমাদের কাজে আসবে বলে আমার মনে হয়। ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটা আমাদের মতই। তাই আমরা সহায়তা পেতে পারি। ডালাসেও একই অবস্থা, অবশ্য নিউইয়র্কের পিচ সম্পর্কে আমার ধারণা নেই।’

সমালোচনা ও সমর্থনকে স্বাগত জানিয়েছেন সাকিব কিন্তু সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে বদ্ধ পরিকর বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আমরা ভালো খেলি বা খারাপ, বিশ্বকাপে আপনাদের থেকে প্রচুর সমর্থন প্রত্যাশা করছি। আপনারা চাইলে অবশ্যই সমালোচনা করতে পারেন। আমরা আশা করি, আপনাদের সমর্থন ও ভালোবাসার প্রতিদান দিতে পারবো।’

আগামী পহেলা জুন থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাসে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের গ্রুপ পর্বের খেলার ইতি ঘটবে।

আরও পড়ুন: ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক 

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট