দৌড়ে দ্বিতীয় রাউন্ড নেওয়ার জন্য নন স্ট্রাইক প্রান্ত থেকে ছুটলেন জাকের আলী। তবে এক রানেই সন্তুষ্ট শামীম বারণ করলেন দ্বিতীয় রানের জন্য। তবে ততক্ষণ বড্ড দেরি হয়ে গেছে। জাকের দৌড়ে প্রান্ত বদল করলেও জানেন আউট হয়ে গেছেন তিনি। ছুটে যান ড্রেসিংরুমে। তবে রিপ্লে দেখে জানা গেল ভিন্ন কথা। শামীমের আগে স্ট্রাইকিং প্রান্তে জাকেরের ব্যাট প্রবেশ করায় বেঁচে যান তিনি।
তবে দুর্ভাগ্যজনকভাবে আউটের সিদ্ধান্ত আসে শামীম পাটোয়ারের বিপক্ষে। থার্ড আম্পায়ার ড্রেসিংরুমে গিয়ে ফিরিয়ে নিয়ে আসেন জাকের আলী অনিককে। সেই ওভারে মাহেদী হাসানও হয়েছেন রান আউটের শিকার। উইকেটের এক প্রান্তে থাকা অবস্থায় একই ওভারে পর পর দুই সতীর্থকে রান আউট হয়ে ফিরতে দেখা হতাশার বলে জানিয়েছেন জাকের।
ম্যাচ শেষে তিনি জানান এমন ঘটনায় নিজের উপর ভীষণ রাগ হওয়ার কথা। এদিকে আউট ভেবে ড্রেসিং রুমে ফিরে গিয়ে নিজের প্যাডে ব্যাট দিয়ে বাড়ি মারার কথাও জানান রাগান্বিত হয়ে। তবে ম্যাচে এরপর বাকিটা সময় দেখা গেছে কেবল জাকের ম্যাজিক। ৪১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে জয়ের ভীত গড়ে দেন দলকে। ম্যাচ শেষে তাই বারবার বললেন আলহামদুলিল্লাহ।
ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে জাকের আলী জানান, ‘ড্রেসিংরুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম। হঠাত তৃতীয় আম্পায়ার ডাকলো। এরপর আরও একটা রান আউট। নিজের ওপর খুব রাগ হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন যাতে দলে অবদান রাখতে পেরেছি। তাদের রানগুলো আমি করে ফেলেছি। এ নিয়ে খুবই খুশি।’
শুরুতে তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিচ্ছিলেন বলেও জানান তিনি, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার জন্য দারুণ একটা সিরিজ। টেস্ট, ওয়ানডে এরপর টি-টোয়েন্টি। গত দুই ম্যাচের তুলনায় আজ উইকেট ব্যাটিং সহায়ক ছিল। তাই শুরুতে আমি সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। জানতাম উইকেটে থিতু হয়ে গেলে, ম্যাচ গভীরে গেলে রান পাওয়া যাবে।’
আরও পড়ুন:
» স্বপ্নের সফর শেষে স্বস্তির কথা জানালেন জাকের
» বছর শেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, কোথায় আছে ব্রাজিল-বাংলাদেশ?
বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর এই সিরিজের জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেন জাকের, ‘পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। ক্যারিবিয়ান বিগ বয়রা যেকোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে। বিশেষ করে তাদের কন্ডিশনে। এখানে বিশ্বকাপ খেলেছি, তখন ভালো খেলিনি। তবে দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে এই সফরের জন্য। তাই ভালো খেলতে পেরেছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ৪ ইনিংসে ৪৪ গড়ে ১৭৬ রান করে জাকের হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর ওয়ানডে সিরিজে ৫৬.৫০ গড়ে ১১৩ রান সংগ্রহ করেন জাকের। এরপর টি-টোয়েন্টিতেও আজ ঝড়ো ফিফটি-সহ ৩ ইনিংসে ৬০ গড়ে করেন ১২০ রান। আর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এফএএস