Connect with us
ক্রিকেট

প্রথম ইনিংস শেষেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম: শান্ত 

I was confident of victory at the end of the first innings: Nazmul Shanto
বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে আরও একটি প্রথমের জন্ম দিলো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ওয়ানডেতে কিউইদের উড়িয়ে দিয়ে প্রথমবারের মত তাদের মাটিতে সাদা বলের ক্রিকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে কিউই দূর্গ জয়ের পর এবার নেপিয়ারের একই ভেন্যুতে ২০ ওভারের ক্রিকেটেও জয় ছিনিয়ে আনলো লাল সবুজ বাহিনী।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইতিহাসে প্রথমবারের মত শান্তর নেতৃত্বে জয় তুলে নেয় বাংলাদেশ। এমন জয়ে ভীষণ গর্বিত ও খুশি দলপতি নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে বাংলাদেশ কাপ্তান জানান, ‘আমরা আজ যেভাবে খেলেছি তাতে আমি ভীষণ রোমাঞ্চিত ও গর্বিত। আমাদের ছেলেরা দ্রুত শিখে নিচ্ছে। রান তাড়ার চাপ ক্রিকেটেরই অন্যতম সৌন্দর্য। তবে কম রানে তাদের আটকে দেয়ার পর থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’

পুরস্কার বিতরণী মঞ্চে দলকে নিয়ে শান্ত যে কতটা গর্বিত এবং রোমাঞ্চিত সেটাও প্রকাশ করেন। বাংলাদেশী বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ১৩৪ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। কিউইদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিতে দলের সেরা বোলার ছিলেন শরিফুল ইসাম ও শেখ মেহেদী হাসান।

বোলারদের নান্দনিক পারফর্মেন্সের পর তাই তাদের নিয়ে স্তুতি ঝরে অধিনায়কের কণ্ঠে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি শিখেছে। নতুন বলে শরিফুল, মেহেদী এবং সাকিব দারুণ বল করেছে। আর শেখ মেহেদী তো এই কন্ডিশনে খুব ভাল করেছে।’

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথটিতে জয় তুলে নিয়ে এখন স্বস্তি বিরাজ করছে টাইগার শিবিরে। এখন শান্তর দলের মূল লক্ষ্যই হলো, দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে রাখা। অবশ্য পরের ম্যাচটি যে টাইগারদের জন্য আরও কঠিন হতে যাচ্ছে সেটা ভালোভাবেই জানেন টাইগার কাপ্তান, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য আরও কঠিন হতে যাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী আছি, এটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের পরের ম্যাচকে ঘিরেই এখন সব পরিকল্পনা।’

আরও পড়ুন: কিউদের হারানোর দিনে নতুন সুখবর পেলেন সৌম্য-শান্ত-শরিফুলরা

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট