Connect with us
ক্রিকেট

১৭৭ রানের ইনিংসে যত কীর্তি ইব্রাহিম জাদরানের

Ibrahim Zadran's feats in his 177-run innings
১৭৭ রানের ইনিংসে বেশ কয়েকটি কীর্তি গড়েছেন ইব্রাহিম জাদরান। ছবি- আইসিসি

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে আফগানিস্তান। তবে আসরের শুরুটা প্রত্যাশিত হয়নি আফগানদের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় ব্যবধানে হেরেছে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করেছেন আফগান ব্যাটাররা। আর তাতে ইংলিশদের বিপক্ষে পাহাড়সম পুঁজিও পেয়েছে দলটি।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কার মারে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন এই ওপেনার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিধ্বংসী এই ইনিংসের মধ্য দিয়ে বেশ কয়েকটি কীর্তি গড়েছেন ইব্রাহিম জাদরান। এই টুর্নামেন্টটির ইতিহাসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। চলমান আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলে রেকর্ডটি দখলে নিয়েছিলেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। তবে চার দিনও টিকল না ডাকেটের রেকর্ড। ডাকেটদের বিপক্ষে ১৭৭ রান করে সবার ওপরে জায়গা করে নিয়েছেন জাদরান।

আরও পড়ুন:

» আইসিসি র‍্যাঙ্কিংয়ে হৃদয়-জাকেরের লম্বা লাফ, তাসকিনের উন্নতি

» শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করলেন তার স্ত্রী 

ওয়ানডে বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন জাদরান। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম আফগান ব্যাটার হিসেবে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। মুম্বাইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই তারকা ওপেনার।

ইব্রাহিম জাদরানের ওয়ানডে ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ঘটেছিল তার। এখন পর্যন্ত আফগানদের জার্সিতে ৩৫টি ওয়ানডে খেলছেন এই ব্যাটার। এত কম ইনিংস খেলেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। এতে ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এই ব্যাটার। তার সমান ৬ সেঞ্চুরি রয়েছে মোহাম্মদ শেহজাদের। তবে ৮৪ ইনিংস খেলে ৬ সেঞ্চুরির মালিক হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট