Connect with us
ফুটবল

নতুন ভূমিকায় এসি মিলানে যোগ দিলেন ইব্রাহিমোবিচ

Ibrahimovic joined AC Milan in a new role
জালাতন ইব্রাহিমোবিচ। ছবি- সংগৃহীত

সুইডিশ তারকা ফুটবলার জালাতন ইব্রাহিমোবিচ সিরি-এ ক্লাব এসি মিলানে তৃতীয় মেয়াদে যোগ দিয়েছেন। তবে এবার ফুটবলার হিসেবে নেয়, ক্লাবের পরিচালনা অংশের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন এই সুউডিশ তারকা।  

এসি মিলানের মালিক রেডবার্ড ক্যাপিটাল প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে ইব্রাহিমোবিচের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, এসি মিলানের মালিকপক্ষ ও ম্যানেজমেন্টের সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করবেন ইব্রাহিমোবিচ।

এছাড়া রেডবার্ডের স্পোর্টস এবং মিডিয়া অপারেটিং পার্টনার হিসেবেও যোগ দিবেন ইব্রাহিমোবিচ। এ বিষয়ে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি জানায়, এসি মিলানের বিশ্বব্যাপী ব্রান্ডিং, খেলোয়াড়দের উন্নতি, হাই পারফরম্যান্স ট্রেনিং, বানিজ্যিক আগ্রহ ও কৌশলগত প্রকল্পে কাজ করবেন ইব্রাহিমোবিচ।

২০১০ সালে বার্সেলোনা থেকে লোনে এসি মিলানে আসেন ইব্রাহিমোবিচ। এরপর আরও এক মৌসুম এসি মিলানেই থেকে যান ইব্রা। সবশেষ ২০২০ সালে লা গ্যালাক্সি থেকে দ্বিতীয় মেয়াদে এসি মিলানে যোগ দেন সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

এসি মিলানের হয়ে ৬ সিজনে ১৮০ টি ম্যাচ খেলে ৯২ টি গোল করেছেন ইব্রাহিমোবিচ। চলতি বছরের জুনে এসি মিলানেই প্রফেশনাল ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে স্মরণীয় এক কীর্তি গড়লেন বেনজেমা

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল